কলকাতা, 5 অগস্ট: বকেয়া মিটিয়ে এটিকে মোহনবাগানকে (ATK Mohun Bagan) কলকাতা লিগে (CFL) খেলানোর ব্যাপারে ইতিবাচক পদক্ষেপ করল আইএফএ (IFA)। মোহনবাগানের বকেয়া প্রথম কিস্তির সিংহভাগ দ্রুত মেটানো তো হবেই, বাকিটাও যাতে দ্রুত মিটিয়ে দেওয়া যায়, সে ব্যাপারে আশ্বাস দিয়েছেন রাজ্য ফুটবল সংস্থার সচিব অনির্বাণ দত্ত (Anirban Dutta)। এই মর্মে তিনি মোহনবাগান সচিবকে চিঠিও পাঠিয়েছেন। চিঠিতে পাওনার পুরোটাই আগামী বছরের মাঝামাঝি সময়ের মধ্যে মিটিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে ৷
আইএফএ-র চিঠি পাওয়ার কথা স্বীকার করে নিয়েছেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত (Debashis Dutta) ৷ তিনি জানিয়েছেন, তারা বিষয়টি কর্মসমিতির সঙ্গে আলোচনা করে আইএফএ'কে জানাবেন। অর্থাৎ, কথামতো 5 সেপ্টেম্বরের মধ্যে বকেয়া মেটানোর ব্যাপারে আইএফএ সিদ্ধান্ত জানিয়ে দিলেও সবুজ-মেরুন কর্মসমিতিই লিগে অংশগ্রহণের বিষয়টি ঝুলিয়ে রাখল। আর কর্মসমিতির আলোচনা ছাড়া কোনও পদক্ষেপ গ্রহণ সম্ভবও নয় মোহনবাগানে। তাই কলকাতা লিগে বড় ম্যাচ হবে কি না, সে বিষয়টি এখনও অপেক্ষার আঁধারেই। এই মুহূর্তে কলকাতা লিগে সুপার সিক্সের যোগ্যতা অর্জন পর্ব চলছে। তা শেষ হলেই সুপার সিক্সের সূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আইএফএ সচিব।