দোহা, 18 ডিসেম্বর:বিশ্ব ফুটবলে আগামীর সবচেয়ে উজ্জ্বল তারকার নাম কী? উত্তরটা অবশ্যই কিলিয়ান এমবাপে ৷ আর সেই এমবাপেই বিশ্বকাপ ফাইনালে মুখের গ্রাস কেড়ে নিলেন মেসি-দি মারিয়াদের ৷ 80 মিনিট পর্যন্ত দু'গোলে আগুয়ান আর্জেন্তিনায় যখন উৎসবের প্রস্তুতি শেষ পর্যায়ে, ঠিক সে সময় ওটামেন্ডি, রোমেরোদের রক্ষণে যেন আছড়ে পড়ল জোড়া বোমা ৷ কিলিয়ান এমবাপের জোড়া ফলায় ম্যাচে সমতা ফেরাল ফ্রান্স ৷ লুসেইলে বিশ্বকাপ ফাইনালে নির্ধারিত সময় শেষ হল 2-2 গোলে (Mbappe scored twice as WC cup final ends 2-2 at the end of 90 minutes) ৷ এক মিনিটের ব্যবধানে দু'টি গোল করে খেলার মোড় একাই ঘুরিয়ে দিলেন জিদানের দেশের তরুণ তুর্কি ৷
প্রথমার্ধে বিপক্ষের গোল লক্ষ্য করে একটিও শট না-নিতে পারা ফ্রান্স দ্বিতীয়ার্ধে ম্য়াচে ফিরল দারুণভাবে ৷ বলের অধিকার পুনরুদ্ধার করে আলবিসেলেস্তে-কে ফরাসিরা বোঝাল ট্রফি ধরে রাখতে মরিয়া তারাও ৷ তবে সবকিছু করেও গোল আসছিল না ৷ অন্যদিকে মেসির হাতে ট্রফি উঠছে ধরে নিয়ে যখন বুয়েনস আইরসে উৎসবের মাত্রা আরও তীব্র হচ্ছে, তখনই লুসেইলে ফরাসি বিপ্লব ৷ যার নায়ক হিসেবে ফের আবির্ভূত হলেন কিলিয়ান এমবাপে ৷ মাত্র ঊনিশেই বিশ্বকাপ জিতেও খিদে এখনও কমেনি তাঁর, বোঝালেন প্য়ারিস স্যঁ জ্যঁ তারকা ৷