পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

যোগ্যতা নির্ণায়ক ম্যাচে নিখাতকে হারিয়ে জিতলেন মেরি কম

অলিম্পিকে যোগ্যতা নির্ণায়ক ম্যাচে শনিবার মেরি কম হারিয়ে দিলেন নিখাত জ়ারিনকে ।

image
মেরি কম

By

Published : Dec 28, 2019, 12:39 PM IST

Updated : Dec 28, 2019, 1:13 PM IST


দিল্লি, 28 ডিসেম্বর : অলিম্পিকের যোগ্যতা নির্ধারক ম্যাচে শনিবার নিখাত জ়ারিনকে 9-1 ব্যবধানে হারাল ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়ন মেরি কম ৷ 51 কেজি বিভাগে তাঁকে হারান মেরি ৷ প্রাক্তন জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়ন জ়ারিন হারিয়েছিলেন বর্তমান জাতীয় চ্যাম্পিয়ন জ্যোতি গুলিয়াকে ৷ অন্যদিকে মেরি কম হারিয়েছিলেন ঋতু গেরওয়ালকে ৷ আজ ছিল জ়ারিন ও মেরি কমের মধ্যে ফাইনাল ।

কয়েক সপ্তাহ আগে অলিম্পিকের জন্য মেরি কমকে বাছাই করে ভারতীয় বক্সিং ফেডারেশন ৷ বাছাই পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন জ়ারিন ৷ যদিও মেরি কম দাবি করেন, তিনি ভারতীয় বক্সিং ফেডারেশনের নির্বাচন নীতি মেনেই চলবেন ৷ অবশেষে ফেডারেশন মেরি কম ও জ়ারিনের মধ্যে ট্রায়াল ম্যাচের সিদ্ধান্ত নেয় ৷

মোরি বনাম জ়ারিন

‘‘আন্তর্জাতিক ম্যাচে ধারাবাহিকতার জন্যই মেরি কমকে অলিম্পিকের জন্য বাছাই করা হয়েছে বলে দাবি করেছিলেন ফেডারেশনের সভাপতি অজয় সিং ৷ আর তারপর থেকেই শুরু হয় বিতর্ক ৷ নিজের জন্যও সমান সুবিধার দাবি করেন জ়রিন ৷

জয়ী মেরি কম

শুক্রবার অন্য এক ম্যাচে বিশ্ব যুব সোনা জয়ী সাক্ষী চৌধুরি 57 কেজি বিভাগে হারিয়েছিলেন এশিয়াডে রুপো জয়ী মনীশা মউনকে ৷ অন্যদিকে 60 কেজি বিভাগে প্রাক্তন জাতীয় চ্যাম্পিয়ন সিমরনজিৎ কাউর হারান পবিত্রাকে ৷

বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের কেউ পৌঁছাতে পারায় মহিলা বক্সিং-এর পাঁচটি বিভাগ 51 কেজি, 57 কেজি, 60 কেজি, 69কেজি ও 75 কেজির নির্বাচন হবে ট্রায়ালের মাধ্যমে ৷

Last Updated : Dec 28, 2019, 1:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details