নয়াদিল্লি, 11 জুন : জীবনের 39 বসন্ত পার করে ফেলেছেন । ঝুলিতে রয়েছেন অলিম্পিক্স মেডেলও । অথচ ছ'বারের বিশ্বজয়ী বক্সার রিংয়ে নামলে বয়স, প্রাপ্তি সমস্তটাই ভুলে যান । একমাত্র লক্ষ্য থাকে, জোরালো পাঞ্চে প্রতিপক্ষকে মাটি ধরানো । 28 জুলাই থেকে শুরু হতে চলা কমনওয়েলথ গেমসেও সেই লক্ষ্যেই নির্বাচনী ট্রায়ালে নেমেছিলেন মেরি কম । কিন্তু বাধ সাধল চোট (Mary Kom withdraws from Commonwealth Games 2022 Trials) ।
শুক্রবার হরিয়ানার নীতু ঘানঘাসের বিরুদ্ধে 48 কেজি বিভাগের ট্রায়ালে নেমেছিলেন মেরি । শেষ চারের ম্যাচের প্রথম রাউন্ডেই বাঁ-হাঁটুতে চোট পান তিনি । রিংয়ে পড়ে যান । প্রাথমিক চিকিৎসার পর ব্যান্ডেজ বেঁধে নামার চেষ্টা করলেও খানিক পরেই ফের বসে পড়েন । রেফারির সিদ্ধান্তে জয়ী ঘোষণা করা হলে ফাইনালে ওঠেন নীতু । পরে ভারতের বক্সিং সংস্থা জানিয়ে দেয়, কমনওয়েলথে অংশ নিতে পারবেন না 2018 সালের সোনাজয়ী ।