পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

টোকিয়োর টিকিট পাকা করলেন ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়ন মেরি

মেরিকে সরাসরি অলিম্পিকস কোয়ালিফায়ারে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার জন্য বেছে নেওয়ায় সরব হয়েছিলেন নিখত জ়ারিন ৷ ক্রীড়ামন্ত্রককে চিঠি দেওয়া থেকে বক্সিং ফেডারেশনকে চ্যালেঞ্জ জানান নিখত ৷

mary kom
মেরি

By

Published : Mar 9, 2020, 11:41 PM IST

আম্মান (জর্ডন), 9 মার্চ: টোকিয়োর টিকিট পাকা করলেন দেশের তারকা বক্সার মেরি কম ৷ এশিয়ান বক্সিং কোয়ালিফায়ারের 51 কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে ফিলিপিনসের আইরিশ মাগনোকে 5-0 ব্যবধানে উড়িয়ে দেন মেরি ৷ সেমিতে পা দিয়ে পদক নিশ্চিত করার পাশাপাশি টোকিয়ো অলিম্পিকসের জন্য যোগ্যতা অর্জন করলেন ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়ন ৷ এই নিয়ে মোট সাতজন বক্সার টোকিয়ো অলিম্পিকে যোগ্যতা অর্জন করলেন ৷

অলিম্পিক কোয়ালিফায়ারসে মেরি কমের প্রতিনিধিত্ব করা নিয়ে বেশ সমস্যা দেখা গিয়েছিল ৷ মেরিকে সরাসরি অলিম্পিক কোয়ালিফায়ারসে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার জন্য বেছে নেওয়ায় সরব হয়েছিলেন নিখত জ়ারিন ৷ ক্রীড়ামন্ত্রককে চিঠি দেওয়া থেকে বক্সিং ফেডারেশনকে চ্যালেঞ্জ জানান নিখত ৷ হোক না ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়ন ৷ ট্রায়াল না দিয়েই মেরিকে কোয়ালিফায়ারে প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচন করা উচিত হয়নি বলে মনে হয় নিখতের ৷ অনেক জলঘোলার পর গত বছরের ডিসেম্বরের নয়াদিল্লির ইন্দিরা গান্ধি এরিনায় ট্রায়ালে মুখোমুখি হন মেরি-নিখত ৷ সেই ম্যাচে বিপক্ষকে উড়িয়ে দিয়েছিলেন মণিপুরী বক্সার ৷ 9-1 ব্যবধানে বাউট জিতে অলিম্পিক কোয়ালিফায়ারসে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার ছাড়পত্র পান মেরি ৷

আন্তর্জাতিক মঞ্চ থেকে খুব কমই খালি হাতে ফিরেছেন ৷ ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়ন দেশের তারকা বক্সার মেরি কমের প্রতি দেশবাসীর প্রত্যাশাটাও বেশি ৷ ব্যাডমিন্টনে পিভি সিন্ধু, কুস্তিতে ভিনেশ ফোগটের মতোই বক্সিংয়ে টোকিয়ো অলিম্পিকসে পদক জয়ের ক্ষেত্রে দেশের ভরসার নাম এম সি মেরি কম ৷ সদ্য 37 বছরে পা দেওয়া মণিপুরী বক্সারও এবারের অলিম্পিকে পদকের রং বদলাতে তৈরি ৷

ABOUT THE AUTHOR

...view details