মস্কো, 16 জুলাই: পুত্রসন্তানের মা হলেন রাশিয়ান টেনিস সুন্দরী মারিয়া শারাপোভা (Maria Sharapova Gives Birth To A Baby Boy Named Theodore) ৷ গত 1 জুলাই তাঁর এবং ব্রিটিশ শিল্পপতি আলেকজান্ডার গিলকেসের (Alexander Gilkes) সন্তানের জন্ম হয় ৷ দম্পতি ছেলের নাম রেখেছেন থিওডর ৷ বিশ্বের প্রাক্তন এক নম্বর টেনিস তারকা এদিন তাঁর ইনস্টাগ্রামে সন্তান এবং স্বামী আলেকজান্ডারের সঙ্গে একটি ছবি পোস্ট করে এই খবর প্রকাশ্যে আনেন ৷
ইনস্টাগ্রামে শারাপোভা লেখেন, ‘‘আমাদের ছোট পরিবারের সবচেয়ে সুন্দর, চ্যালেঞ্জিং, এবং পুরস্কারস্বরূপ উপহার ৷’’ ছবির ক্যাপশেনে রোমান হরফে তাঁদের সন্তান থিওডরের জন্মের তারিখ লিখেছেন মারিয়া ৷ প্রসঙ্গত, করোনা অতিমারীর মধ্যেই 2020 সালে মারিয়া শারাপোভা ব্রিটিশ শিল্পপতি আকেজান্ডার গিলকেসের সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেন, বাগদানের ছবি প্রকাশ করে ৷ এর পর 2022 এর এপ্রিলের অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান প্রাক্তন রাশিয়ান টেনিস তারকা ৷