শিলিগুড়ি, 20 অগাস্ট : নিয়মের বেড়াজালে টেবিল টেনিস ফেডারেশন অফ ইন্ডিয়া বা TTFI-র যুগ্ম সচিবের পদ থেকে সরে যেতে হল মান্তু ঘোষ এবং আরও দুই পদাধিকারীকে ৷ মিনিস্ট্রি অফ ইয়ুথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টসের সেকশন অফিসারকে তাঁদের পদ থেকে সরে যাওয়ার কথা জানিয়েছেন TTFI-এর সচিব এম পি সিং ৷
TTFI-এর সচিব এম পি সিং মিনিস্ট্রি অফ ইয়ুথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টসের সেকশন অফিসার মুলতান সিংকে মেইল করে মান্তুর পদ থেকে সরে যাওয়ার কথা জানান ৷ মান্তুর সঙ্গে সহসভাপতির পদ থেকে হরেশ শিতলদাস সাঙ্গাতানি ও আর এক যুগ্ম সচিব ত্রিদিব দুভাবও পদ থকে সরে গেছেন ৷ যদিও এই তিনটি পদে নতুন করে কাউকে এখনও দায়িত্ব দেওয়া হয়নি ৷ আশা করা হচ্ছে লকডাউন পরিস্থিতির উন্নতি হলে এই পদগুলিতে নতুন কাউকে দায়িত্ব দেওয়া হবে ৷