সাইপ্রাস, 19 সেপ্টেম্বর: অ্যাপোলন লেডিস এফসি'র ফুটবলার মনীষা কল্যাণ প্রথম ভারতীয় মেয়ে হিসেবে ইউরোপিয়ান লিগে গোল করে ইতিহাস গড়েছেন ৷ এছাড়াও প্রথমবার মহিলাদের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে প্রথম কোনও ভারতীয় হিসেবে অংশগ্রহণ করলেন তিনি ৷ এমনকী তিনিই প্রথম ভারতীয় যিনি ব্রাজিলের বিরুদ্ধে গোল করলেন ৷ মনীষা কল্যাণ একমাত্র ভারতীয় ফুটবলার যিনি জর্জিয়ার ডব্লিউএফসি সামগ্রেলোর বিরুদ্ধে অ্যাপোলন লেডিস এফসি’র হয়ে মহিলাদের চ্যাম্পিয়ন্স লিগে গোল করেছেন ৷
আরও এই কৃতিত্ব অর্জন করার পর মনীষা কল্যাণ জানালেন, হরিয়ানার হোসিয়ারপুরের ছোট একটা গ্রাম থেকে বেরিয়ে সাইপ্রাসের ক্লাবে খেলা তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে ৷ এআইএফএফ'কে দেওয়া সাক্ষাৎকারে মনীষা কল্যাণ বলেন, ‘‘আমি অধিকাংশ সময় সবার আগে অনুশীলনে পৌঁছতাম এবং সবার পরে অনুশীলন থেকে বেরোতাম ৷ আমার কঠোর পরিশ্রমের এটাই প্রমাণ এবং সেটার ফল পাচ্ছি ৷ আর এই সাফল্য আমি কঠিন পরিশ্রম, নিষ্ঠা এবং সংকল্পের মাধ্যমে অর্জন করেছি ৷’’