কলকাতা, 6 জুন: লাল-হলুদে কার্যত নিশ্চিত মন্দার রাও দেশাই ৷ সরকারি ঘোষণা না-আসলেও ময়দানে কান পাতলে শোনা যাচ্ছে, ইস্টবেঙ্গলের পাঠানো চুক্তিপত্রে সই করে ফেলেছেন এই লেফট-ব্যাক ৷ আর তা নিয়েই এখন লাল-হলুদ জনতার চর্চা তুঙ্গে । মন্দার রাও দেশাইয়ের সোশাল মিডিয়ায় চোখ রাখলে বিষয়টা ইতিবাচক মনে হচ্ছে। মঙ্গলবার সকালে সংবাদমাধ্যমের এক বন্ধু ক্লিনটন ডি'সুজাকে ট্যাগ করে সামাজিক মাধ্যমে মন্দার রাও দেশাই 'হালচাল' জিজ্ঞাসা করছেন। যা মন্দারের ইস্টবেঙ্গলে আসার ইঙ্গিতই বহন করছে বলে মত লাল-হলুদ জনতার, যদিও অফিয়িয়াল ঘোষণা আসার অপেক্ষা ।
শুধু মন্দার দেশাই নন ৷ ইস্টবেঙ্গল নিশু কুমার, হরমনজোত খাবরাকেও নাকি চুক্তিপত্র পাঠিয়েছে। যদিও ইস্টবেঙ্গলের তরফে দলবদলের বিষয়ে কোনও শব্দ সরকারিভাবে এখনও খরচ করা হয়নি। এই তিন ফুটবলারকে চুক্তিপত্র পাঠানোর পাশাপাশি লাল-হলুদ রিক্রুটাররা মোহনবাগান সুপার জায়ান্টসের সুমিত রাঠির জন্য ঝাঁপাচ্ছে বলে খবর। 25 জুন কলকাতা লিগ শুরু। তার আগে দলগঠন সম্পূর্ণ হওয়া যেমন জরুরি তেমনই কোচ কুয়াদ্রাত কবে শহরে আসছেন সেটাও জানা দরকার। সম্ভবত আগামী সপ্তাহে কলকাতায় চলে আসছেন স্প্যানিশ কোচ।