লন্ডন, 21 মে: রবিবাসরীয় এতিহাদে চেলসিকে হারিয়েই খেতাবটা নিশ্চিত করার লক্ষ্য নিয়েছিলেন কেভিন ডি ব্রুয়েন, বার্নার্দো সিলভারা ৷ কিন্তু লিগ টেবিলে ষষ্ঠদশ স্থানে থাকা নটিংহ্যাম ফরেস্ট যে তাঁদের সেই পরিকল্পনা চুরমার করে দেবে, ঘুণাক্ষরেও হয়তো টের পাননি পেপ গুয়ার্দিওলার ছেলেরা ৷ শনিবার রাতে চ্যাম্পিয়শিপের দৌড়ে থাকা আর্সেনালের পচা শামুকে পা কাটতেই চেলসি বিরুদ্ধে নামার আগে ফের প্রিমিয়র লিগ খেতাব জিতে নিল ম্যাঞ্চেস্টার সিটি ৷ নটিংহ্যাম ফরেস্টের কাছে আর্তেতা অ্যান্ড কোম্পানি হারল 0-1 গোলে ৷ ফলে টানা তৃতীয়বার ইপিএল শিরোপা উঠল 'স্কাই ব্লুজ'-এর মাথায় ৷
শেষ ছ'বারের মধ্যে এই নিয়ে পাঁচবারই খেতাব নিজেদের দখলে রাখল ম্যান সিটি । প্রবল প্রতিপক্ষ ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের পর ইংল্যান্ডের দ্বিতীয় ক্লাব হিসেবে প্রিমিয়র লিগ জয়ের বিরল নজির গড়ল তারা । চেলসির বিপক্ষে মাঠে নামার আগে সিটির ঝুলিতে থাকা 85 পয়েন্ট অবশিষ্ট একটি ম্যাচে সংগ্রহ করা কোনওভাবেই সম্ভব নয় আর্সেনালের পক্ষে । সবমিলিয়ে তিন ম্যাচ আগেই শিরোপা মাথায় উঠল গুয়ার্দিওলার ছেলেদের । ফলস্বরূপ ঘরের মাঠে নামার আগে প্রতিপক্ষ চেলসির থেকে 'গার্ড অফ অনার' পাবে 'সিটিজেন'রা ৷