পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

EPL 2022-23: গানার্স ফের হারতেই শিরোপা সিটির ঝুলিতে, টানা তৃতীয়বার ইংল্যান্ড সেরা গুয়ার্দিওলার ছেলেরা - manchester city win epl

শনিবার রাতে চ্যাম্পিয়নের দৌড়ে থাকা আর্সেনালের পচা শামুকে পা কাটতেই টানা তৃতীয়বার প্রিমিয়র লিগ জিতে নিল ম্যাঞ্চেস্টার সিটি ৷ নটিংহ্যাম ফরেস্টের কাছে গানার্স হারল 0-1 গোলে ৷

EPL 2022 23
ইংল্যান্ড সেরা ম্যান সিটি

By

Published : May 21, 2023, 7:20 AM IST

লন্ডন, 21 মে: রবিবাসরীয় এতিহাদে চেলসিকে হারিয়েই খেতাবটা নিশ্চিত করার লক্ষ্য নিয়েছিলেন কেভিন ডি ব্রুয়েন, বার্নার্দো সিলভারা ৷ কিন্তু লিগ টেবিলে ষষ্ঠদশ স্থানে থাকা নটিংহ্যাম ফরেস্ট যে তাঁদের সেই পরিকল্পনা চুরমার করে দেবে, ঘুণাক্ষরেও হয়তো টের পাননি পেপ গুয়ার্দিওলার ছেলেরা ৷ শনিবার রাতে চ্যাম্পিয়শিপের দৌড়ে থাকা আর্সেনালের পচা শামুকে পা কাটতেই চেলসি বিরুদ্ধে নামার আগে ফের প্রিমিয়র লিগ খেতাব জিতে নিল ম্যাঞ্চেস্টার সিটি ৷ নটিংহ্যাম ফরেস্টের কাছে আর্তেতা অ্যান্ড কোম্পানি হারল 0-1 গোলে ৷ ফলে টানা তৃতীয়বার ইপিএল শিরোপা উঠল 'স্কাই ব্লুজ'-এর মাথায় ৷

শেষ ছ'বারের মধ্যে এই নিয়ে পাঁচবারই খেতাব নিজেদের দখলে রাখল ম্যান সিটি । প্রবল প্রতিপক্ষ ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের পর ইংল্যান্ডের দ্বিতীয় ক্লাব হিসেবে প্রিমিয়র লিগ জয়ের বিরল নজির গড়ল তারা । চেলসির বিপক্ষে মাঠে নামার আগে সিটির ঝুলিতে থাকা 85 পয়েন্ট অবশিষ্ট একটি ম্যাচে সংগ্রহ করা কোনওভাবেই সম্ভব নয় আর্সেনালের পক্ষে । সবমিলিয়ে তিন ম্যাচ আগেই শিরোপা মাথায় উঠল গুয়ার্দিওলার ছেলেদের । ফলস্বরূপ ঘরের মাঠে নামার আগে প্রতিপক্ষ চেলসির থেকে 'গার্ড অফ অনার' পাবে 'সিটিজেন'রা ৷

গত 1 এপ্রিল পর্যন্তও দ্বিতীয়স্থানে থাকা সিটির থেকে আট পয়েন্টে এগিয়ে ছিল 'গানার্স' ৷ দীর্ঘ দু'দশকের আগল ভেঙে ক্যাবিনেটে চতুর্দশ প্রিমিয়র লিগ খেতাব আসছে, আশায় ছিলেন আর্সেনাল অনুরাগীরা ৷ ঠিক তারপরেই পারফরম্যান্সের গ্রাফ পড়তে শুরু করে একদা কিংবদন্তি ওয়েঙ্গারের অধীনে খেলা ক্লাবটির ৷ 1 এপ্রিল পরবর্তী শেষ আট ম্যাচে আর্সেনাল 3টি ম্যাচ হারে, 3টি ম্যাচ ড্র করে ৷ যার মধ্যে সিটির বিরুদ্ধে 1-4 গোলে বিধ্বস্তও হতে হয়েছে তাদের ৷ গানার্সের এই অধঃপতনের ফায়দা তুলতে কোনও ভুল করেনি 'চ্যাম্পিয়ন' ম্যান সিটি ৷

এতিহাদে সেলিব্রেশন

আরও পড়ুন:মোহনবাগানের জার্সি গায়ে ইডেন ভরালেন সবুজ-মেরুন সমর্থকরা

পক্ষান্তরে এপ্রিলের শুরু থেকে চেলসির বিরুদ্ধে নামার আগে পর্যন্ত আটটি ম্যাচের সবক'টিতেই জয় তুলে নিয়েছে 'স্কাই বল্ুজ' ৷ যে কারণে তিন ম্যাচ আগেই নবম প্রিমিয়র লিগ খেতাব চলে এল তাদের ঝুলিতে ৷ যার মধ্যে শেষ 12 বছরেই 7টি ৷ এবার লক্ষ্য প্রথম চ্যাম্পিয়ন্স লিগ খেতাব ৷ পাশাপাশি পঞ্চম প্রিমিয়র লিগ খেতাব জিতে কোচ হিসেবে আরেকটু সমৃদ্ধ হলেন পেপ গুয়ার্দিওলা ৷

ABOUT THE AUTHOR

...view details