পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Champions League Semifinal: ঘরের মাঠে অ্যাডভান্টেজ সিটি, জমি না-ছাড়ার হুঁশিয়ারি রিয়াল কোচের - ম্যাঞ্চেস্টার সিটি

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে কে উঠবে ? রিয়াল মাদ্রিদ না ম্যাঞ্চেস্টার সিটি ? ইউরোপের দুই সেরা ক্লাবের দ্বৈরথের আগে টানটান উত্তেজনা ৷ প্রথম লেগে 1-1 ড্র করেছে দু'দল ৷ মঙ্গলবারের ম্যাচে হোম অ্যাডভান্টেজ নিতে ঝাঁপাবেন গুয়ার্দিওলার দল ৷ তবে, জমি ছাড়বেন না বলে হুঁশিয়ারি আন্সেলোত্তির ৷

Champions League Semifinal ETV BHARAT
Champions League Semifinal

By

Published : May 17, 2023, 7:36 PM IST

ম্যাঞ্চেস্টার, 17 মে: চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগের সেমিফাইনালে মুখোমুখি ম্যাঞ্চেস্টার সিটি এবং রিয়াল মাদ্রিদ ৷ প্রথম লেগের সেমিফাইনালে রিয়ালের ঘরের মাঠে 1-1 ফলাফল ছিল দুই দলের ৷ ফলে আজকের ম্যাচে যে দল জিতবে তারাই তুরস্কে ইন্টার মিলানের বিরুদ্ধে ফাইনাল খেলবে ৷ গত ম্যাচে ভিনিসিয়াস জুনিয়রের গোলে রিয়াল মাদ্রিদ এগিয়ে গেলেও, মিডফিল্ডার কেভিন ডি ব্রুয়েনের লং রেঞ্জারে ম্যাচে সমতা ফেরে ম্যান সিটি ৷ তবে, মঙ্গলবারের ম্যাচে ঘরের মাঠে ম্যাঞ্চেস্টার সিটিকে এগিয়ে রাখছে ফুটবল বিশ্ব ৷

এর অন্যতম কারণ ঘরের মাঠে গত কয়েক মরশুমে ম্যান সিটির ফর্ম ৷ ইতিহাদ স্টেডিয়ামে ম্যান সিটিকে হারানো দুর্বিষহ কাজ শুধু নয় ৷ তাদের আক্রমণ বিভাগকে সামলে ডিফেন্স ভেদ করাও সমান কঠিন ৷ সম্প্রতি লা লিগা হাতছাড়া হওয়া রিয়াল মাদ্রিদের কাছে বিষয়টা আরও বেশি চ্যালেঞ্জিং হতে চলেছে বলে মত বিশেষজ্ঞদের ৷ উপরি হিসেবে আবার ম্যান সিটি সমর্থকদের সামনে বাড়তি চাপ নিয়ে খেলতে হবে বেঞ্জেমা, ভিনিসিয়াস, ক্রুস, লুকা, আলবা, কার্ভাহালদের ৷

তবে এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন রিয়াল ম্যানেজার কার্লো আন্সেলোত্তি ৷ তাঁর স্ট্র্যাটেজির উপর নির্ভর করছে রিয়াল মাদ্রিদের পারফরম্যান্স ৷ তিনি জানিয়েছেন, ফুটবলারদের ব্যক্তিত্ব, আক্রমণাত্মক স্বভাব ও ইতিবাচক মানসিকতার পরিচয় দিতে হবে ৷ তবে নিজেদের ক্ষমতার উপরে সন্দেহ নেই ইতালিয়ান কোচের ৷ জানিয়েছেন, এই মুহূর্তে ইউরোপের সেরা ক্লাবগুলির মধ্যে দু’টো একে অপরের মুখোমুখি হবে ৷ আর সেখানে লড়াইটাও হবে সেয়ানে-সেয়ানে ৷ তবে সমর্থকদের নিরাশ করবেন না বলে জানিয়েছেন আন্সেলোত্তি ৷

আরও পড়ুন:লা লিগা চ্যাম্পিয়ন বার্সার উপর হামলা এস্প্যানিয়ল সমর্থকদের, নিষেধাজ্ঞার মুখে ক্লাব

অন্যদিকে, ম্যাঞ্চেস্টার সিটির মিডফিল্ডার রদ্রি এভার্টনের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়েছিলেন ৷ ফলে মঙ্গলবারের ম্যাচে তিনি মাঠে নামতে না পারলে, স্কাই ব্লুজদের ভারসাম্য সামান্য হলেও বিগড়ে যাবে ৷ তবে গুয়ার্দিয়োলার কাছে 'প্ল্যান বি' অবশ্যই রয়েছে ৷ বিগত কয়েক বছর ধরে ম্যান সিটির সাফল্যের পিছনে তাঁর মস্তিষ্কের অবদান অস্বীকার করার জায়গা নেই ৷ অন্তত ইংলিশ প্রিমিয়র লিগে ৷ পাশাপাশি, আজকের ম্যাচে গুয়ার্দিওলার তুরুপের তাস হতে চলেছেন হ্যালান্ড ৷ ঘরের মাঠে হ্যালান্ডকে রোখা কার্যত অসম্ভব ৷ তাই বাড়তি দায়িত্ব বর্তাতে চলেছে লুকা মদ্রিচ এবং কার্ভাহালের উপর ৷

ABOUT THE AUTHOR

...view details