পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

EPL vs Manchester City: আর্থিক বেনিয়মের অভিযোগে ম্যান সিটিকে আইনি নোটিশ প্রিমিয়র লিগ কর্তৃপক্ষের

উয়েফার আর্থিক নিয়ম অর্থাৎ, ‘ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে’র নিয়ম ভাঙার (Manchester City Brakes UEFA FFP Rules) অভিযোগে ঘটনায় এবার আইনি নোটিশ ম্যাঞ্চেস্টার সিটি ক্লাবকে ৷ দীর্ঘ 5 বছর ধরে অসহযোগিতার অভিযোগে এই নোটিশ পাঠিয়েছে ইংলিশ প্রিমিয়র লিগ কর্তৃপক্ষ (EPL vs Manchester City) ৷

EPL vs Manchester City ETV BHARAT
EPL vs Manchester City

By

Published : Feb 7, 2023, 12:56 PM IST

লন্ডন, 7 ফেব্রুয়ারি: ইংলিশ প্রিমিয়র লিগ বনাম ম্যাঞ্চেস্টার সিটি ৷ ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে বড় আইনি লড়াই শুরু হয়েছে ৷ ফুটবলের সবচেয়ে ধনী এবং সবচেয়ে জনপ্রিয় লিগের আয়োজকরা সোমবার তাদের ডিফেন্ডিং চ্যাম্পিয়নকে আইনি নোটিশ পাঠিয়েছে (Manchester City Came to Face English Premier League Charges) ৷ সেখানে 100টিরও বেশি আর্থিক বেনিয়মের অভিযোগ করা হয়েছে ম্যাঞ্চেস্টার সিটি ক্লাব অফিসিয়ালদের বিরুদ্ধে ৷ পাশাপাশি, গত 4 বছর ধরে চলা একটি তদন্তে লাগাতার অসহযোগিতার অভিযোগ উঠেছে ম্যাঞ্চেস্টার সিটি কর্তৃপক্ষের বিরুদ্ধে ৷

2009 সাল থেকে ইংলিশ প্রিমিয়র লিগের আর্থিক পর্যবেক্ষণের নিয়ম লঙ্ঘন করার কয়েক ডজন অভিযোগ জমা পড়েছে ম্যান সিটি ক্লাবের বিরুদ্ধে ৷ যে সময় ম্যাঞ্চেস্টার সিটি আবু ধাবির শাসক পরিবারের মালিকানাধীন ছিল ৷ উল্লেখ্য, 2018 সালে ক্লাবের অভ্যন্তরীণ বেশকিছু কথোপকথন ফাঁস হয়ে যায় ৷ খুব সম্ভবত ক্লাবের ইন্টারনাল ডাটা হ্যাক করে তা প্রকাশ্যে নিয়ে আসা হয় ৷ এর পরেই গত 5 বছর ধরে প্রায় 30টির বেশি অভিযোগের তদন্তে ইংলিশ প্রিমিয়র লিগ কর্তৃপক্ষের সঙ্গে অসহযোগিতার অভিযোগ উঠেছে ৷

ফাঁস হওয়া তথ্যগুলি ইউয়েফার তদন্তকারীরা খতিয়ে দেখেন ৷ জানা যায়, সেই সব তথ্যগুলি ইউরোপিয়ান ফুটবল সংস্থার তৈরি করা আর্থিক নিয়ম লঙ্ঘন সংক্রান্ত ছিল ৷ এর পরে তদন্তের ভিত্তিতে ইউয়েফা নিযুক্ত বিচারকদের কমিটি ম্যাঞ্চেস্টার সিটি-র উপরে 2 বছরের জন্য চ্যাম্পিয়ন্স লিগে অংশ নেওয়ায় নিষেধাজ্ঞা আরোপ করে ৷ 2020 সালের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ম্যান সিটি ক্লাব কর্তৃপক্ষ সেই নির্দেশে স্থগিতাদেশ চেয়ে আদালতে যায় ৷ সেখানে আদালত সেই নির্দেশকে খারিজও করে দেয় ৷ মূলত, ফুটবল খেলার স্বার্থকে বাঁচাতে ৷

কী ছিল ম্যাঞ্চেস্টার সিটি'র লিক হওয়া ওই তথ্যে ?

2018 সালের নভেম্বরে, ম্যাঞ্চেস্টার সিটি আবু ধাবির শাসক পরিবারের মালিকানায় থাকার সময় ইংলিশ প্রিমিয়র লিগ-সহ তিনটি খেতাব জেতে ৷ ম্যানেজার পেপ ওয়ার্দিওলার কোচিংয়ে এই খেতাব জিতেছিল ম্যান সিটি ৷ কিন্তু, তার পরেই ক্লাবের বাণিজ্যিক লেনদেন নিয়ে প্রশ্ন উঠে যায় ৷ জার্মান ম্যাগাজিন ‘ডের স্পিগেল’ তখন ক্লাবের অভ্যন্তরীণ নথি এবং কথোপকথনের উপর ভিত্তি করে ‘ফুটবল লিকস সিরিজ’ নামে একটি প্রতিবেদন প্রকাশ করে ৷

সেই প্রতিবেদনে অভিযোগ করা হয়, ক্লাব অফিসিয়ালরা এফএফপি অর্থাৎ, ‘ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে’র নিয়ম ভেঙে (Manchester City Brakes UEFA FFP Rules) ৷ উয়েফার এই নিয়ম অনুযায়ী, ক্লাবগুলি তাঁদের বার্ষিক মোট আয়ের থেকে বেশি খরচ করতে পারবে না ৷ কিন্তু, আবু ধাবির শাসক পরিবারের মালিকানাধীন থাকার সময় সেই নিয়ম ভাঙা হয়েছে ৷ প্রতিবেদনে প্রকাশিত নথির ছবি ছিল, 2009-2013 সাল পর্যন্ত ক্লাবের ফুটবল ম্যানেজার রোবের্তো মানচিনির চুক্তিপত্র ৷

আরও পড়ুন: তুরস্কের ভূমিকম্পের পর নিখোঁজ প্রাক্তন চেলসি ফরওয়ার্ড ক্রিশ্চিয়ান আতসু

অভিযোগ রোবের্তো মানচিনি নিজের চুক্তির বাইরে বার্ষিক বেতন ডবল করিয়েছিলেন আবু ধাবির মালিকদের সঙ্গে কথা বলে ৷ আর তাও নিয়ম ভেঙে ৷ সেই নথি প্রকাশ করা হয় ৷ ম্যাঞ্চেস্টার সিটি সেই নথিগুলিকে অস্বীকার করেনি ৷ কিন্তু, পালটা দাবি করা হয়েছে, সেই নথিগুলি পর্তুগিজ নাগরিক রুই পিন্টো অনৈতিকভাবে হাতিয়েছেন ৷ পরে লিসবনের আদালতে তাঁর বিরুদ্ধে মামলা চলে ৷ সেই মামলার রায় এপ্রিল মাসে বেরবে ৷

ABOUT THE AUTHOR

...view details