ম্যাঞ্চেস্টার, 18 মে: 'বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী ৷' ঘরের মাঠে প্রথম লেগে আটকে যাওয়ার পর মঙ্গলবার সেমিফাইনালের ফিরতি লেগের আগে হুঙ্কার দিয়েছিলেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আন্সেলোত্তি ৷ কিন্তু মাঠের পেপ গুয়ার্দিয়োলার সঙ্গে মস্তিষ্কের লড়াইয়ে এঁটে উঠতে পারলেন না লস ব্ল্যাঙ্কোস'কে অতীতে ইউরোপ সেরা করা কোচ ৷ 14 বারের চ্যাম্পিয়নদের বিধ্বস্ত করে দু'বছর পর ফের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ম্যান সিটি ৷
2020-21 মরশুমের পর ফের ইউরোপ সেরা হওয়ার সর্বোচ্চ মঞ্চে ম্যাঞ্চেস্টার সিটি। সেমি ফাইনালের ফিরতি লেগে অনবদ্য পারফরম্যান্সে রিয়াল মাদ্রিদকে 4-0 গোলে উড়িয়ে দিল পেপ গুয়ার্দিয়োলার ছেলেরা। দুই লেগ মিলিয়ে 5-1 গোলে জিতে ইস্তানবুলের বিমানের টিকিট নিশ্চিত করে ফেলল 'দ্য সিটিজেন্স' । প্রথম লেগ 1-1 গোলে ড্র হওয়ার পর এদিন ঘরের মাঠে অ্যাডভান্টেজ ছিল ম্যান সিটিই । ঘরের মাঠের জনসমর্থনকে কাজে লাগাল 2022-23 ইংলিশ প্রিমিয়র লিগ জয়ের অন্যতম দাবিদাররা। বের্নান্দো সিলভা, ম্যানুয়েল আকাঞ্জিদের দাপটে উড়ে গেল বেঞ্জেমা, মদ্রিচদের ছন্দ । অর্থাৎ, প্রথমবার ইউরোপ সেরার স্বাদ পাওয়া থেকে একধাপ দূরে 'স্কাই ব্লুজ' ৷