ম্যাঞ্চেস্টার, 27 এপ্রিল : হাইভোল্টেজ ম্যাচে ম্যাঞ্চেস্টারের জয়েও নায়ক বেঞ্জেমা । ঘরের মাঠে গুয়ার্দিওলার ছেলেদের মাথাব্যথা ছিল ফরাসি ফুটবলার । দিনের শেষে ফুটবল জাদুকরের পায়েই লড়াইয়ে থাকল রিয়াল । এতিহাদ স্টেডিয়ামে 4 গোল করলেও এদিন 3 গোল হজম করতে হল রদ্রি, লাপোর্তেদের (Manchester City beat Real Madrid in UEFA Champions League Semifinal) ।
দ্বিতীয় লেগে স্পেনের বিমানে চড়ার আগে গোলপার্থক্য বাড়িয়ে জয় পেতে মরিয়া ছিল সিলভা, ফডেনরা । সেই লক্ষ্যে আক্রমণাত্মক শুরু করেছিল 'স্কাই ব্লুস'রা । ম্যাচের 2 মিনিটের মাথাতেই গোল কেভিন দে ব্রুইনার । 11 মিনিটে ব্যবধান বাড়ান গ্যাব্রিয়েল জেসাস । দু'গোলে পিছিয়ে ব্যাকফুটে চলে যাওয়া রিয়াল ম্যাচে ফেরে 33 মিনিটে । দুরন্ত দৌড়ে জিনছেঙ্কোকে পেছনে ফেলার পর গোল করতে ভুল করেননি বেঞ্জেমা ।
প্রথমার্ধে যে জায়গায় শেষ করেছিল, দ্বিতীয়ার্ধে ঠিক সেখান থেকেই শুরু করে সিটি । 53 মিনিটের মাথায় রিয়ালের জালে বল জড়ান ফিল ফডেন । দু'মিনিটের মাথাতেই ব্যাবধান কমান ভিনিসিয়াল জুনিয়র । 74 মিনিটের মাথায় ফের এগিয়ে যায় ব্রিটিশ ক্লাব । বার্নান্দো সিলভার গোল অবশ্য খানিকটা ভুল বোঝাবুঝিতে । বক্সের বাইরে পড়ে গিয়েছিলেন দে ব্রুইন । ফাউলের আবেদন জানাতেও শুরু করেন বেলজিয়ান স্ট্রাইকার । সে দিকেই নজর ছিল কুর্তোয়ার । রিয়ালের শেষ প্রহরীর অন্যমনস্কতার সুযোগে জোরালো শটে জালে বল জড়ান পর্তুগিজ ফুটবলার । 82 মিনিটে লাপোর্তের হ্যান্ডবলে পেনাল্টি পায় রিয়াল । পানেনকায় নিজের দ্বিতীয় গোল করেন বেঞ্জেমা ।