ইস্তানবুল (তুরস্ক), 11 জুন:গত এক যুগে সাতবার ইংলিশ প্রিমিয়ার লিগের ট্রফি জিতেছে ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওলার অধীনেই পাঁচবার। কিন্তু উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বরাবরই মুখ থুবড়ে পড়ছিল দলটি। হয়েও যেন হচ্ছিল না। অবশেষে গেরো খুলতে পারল তারা। ইস্তানবুলে আয়োজিত রদ্রিগোর একমাত্র গোলে ইন্টার মিলানকে 1-0 গোলে হারিয়ে ইউরোপের সর্বোচ্চ ক্লাব আসরের অধরা শিরোপা ঘরে তুলল তারা। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এই প্রথম বার শিরোপা জিতল ম্যান সিটি। তারা এই মরশুমে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছে। এফএ কাপ জিতেছে। সব শেষে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাও তারা দখল করে গড়ে ফেলল নজির। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের পর ইংল্যান্ডের দ্বিতীয় ক্লাব হিসেবে ত্রিমুকুট জয় করল ম্যাঞ্চেস্টার সিটি।
ভারতীয় সময় অনুযায়ী মধ্যরাতের ফাইনালে ম্যানচেস্টার সিটি বনাম ইন্টারমিলান ফাইনাল ঘিরে উত্তেজনা ছিল চরমে ৷ ম্যান সিটি এদিন নিজেদের চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জয়ের জন্য মরিয়া হয়ে নেমেছিল ৷ অন্যদিকে, ইন্টারমিলানদের কাছেও ছিল এক মনোভাব ৷ প্রথমার্ধে গোলমুখ খুলতে পারেননি পেপ গার্দিওলার ছেলেরা ৷ দ্বিতীয়ার্ধে ম্যাচের একমাত্র গোলটি এসেছে স্প্যানিশ মিডফিল্ডার রদ্রির কাছ থেকে। ম্যাচের 68 মিনিটে 'সোনার গোল'ই ট্রফি এনে দিল তাদের। তবে কেন বিশ্বের সেরা কোচ বলা হয় পেপকে, তিনি কৌশলে বুঝিয়ে দিলেন। পুরো দলকে এমন রণকৌশলে সাজিয়েছিলেন যে ইন্টারের সাধের রক্ষণ ভেঙে চুরমার হয়ে গেল।
আরও পড়ুন:450 মিলিয়ন দর্শক, রবিবার রাতের ফাইনালে নয়া রেকর্ডের সামনে উয়েফা