পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Subhash Bhowmick Passes Away: ময়দানে আসছে না ‘ভোম্বলদা’র মরদেহ, শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

প্রয়াত ময়দানের ‘ভোম্বলদা’ (Subhash Bhowmick Passes Away) । যদিও শেষযাত্রায় ময়দানে আসছে না তাঁর মরদেহ ৷ সরাসরি নিমতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর ৷

Subhash Bhowmick
ময়দানে আসছে না ‘ভোম্বল দা’র মরদেহ, শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

By

Published : Jan 22, 2022, 12:57 PM IST

কলকাতা, 22 জানুয়ারি : 73 বছর বয়সে প্রয়াত বাংলা তথা ভারতের প্রাক্তন তারকা ফুটবলার তথা কোচ সুভাষ ভৌমিক (Subhash Bhowmick Passes Away) । যদিও শেষযাত্রায় ময়দানে ফিরছেন না সবার প্রিয় ‘ভোম্বলদা’ ৷ বাড়িতেও নিয়ে যাওয়া হবে না আসিয়ান জয়ী কোচের মরদেহ ৷ মারণ ভাইরাস করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি, সেকারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ ফলে সরাসরি নিমতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে ৷

ময়দানের ‘বুলডোজার’-এর প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee pays tribute to Subhash Bhowmick) ৷ তিনি বলেন, ‘‘বিশিষ্ট ফুটবলার ও কোচ সুভাষ ভৌমিকের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি । তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । বয়স হয়েছিল 73 বছর । সুভাষ ভৌমিক ইস্টবেঙ্গল, মোহনবাগান ক্লাব ছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে ভারতের প্রতিনিধিত্ব করেছেন । 1970 সালে এশিয়ান গেমসে তিনি যে ভারতীয় দলের সদস্য ছিলেন, সেই দল ব্রোঞ্জ পদক লাভ করে । এছাড়াও তিনি কলকাতার তিন প্রধান ফুটবল টিমের কোচের দায়িত্ব পালন করেছেন । পশ্চিমবঙ্গ সরকার 2013 সালে তাঁকে ‘ক্রীড়াগুরু’ সম্মানে ভূষিত করে। তাঁর প্রয়াণে ক্রীড়া জগতের এক অপূরণীয় ক্ষতি হল । আমি সুভাষ ভৌমিকের পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি ।’’

মালদার ইংরেজবাজারের তরুণ সুভাষের 1968 সালে জ্যোতিষ গুহর হাত ধরে ইস্টবেঙ্গলের হয়ে কলকাতার ময়দানে আত্মপ্রকাশ হয় । এরপর 1971 ও 1972 সালে মোহনবাগানে চলে যান তিনি । সেখানেও দুই মরসুম দাপিয়ে খেলার পর, ফের লাল-হলুদে ফেরেন । এরপর শুরু হয় সুভাষ-যুগ । 1975 সালে শিল্ডের ম্যাচে মোহনবাগানকে পাঁচ গোল দেওয়া । কোচ প্রদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রিয় শিষ্য তখন প্রকৃত অর্থে তারকা হয়ে উঠেছিলেন ।

আরও পড়ুন : ইস্টবেঙ্গলের কাছে ISL-কে আসতে হবে : সুভাষ ভৌমিক

1979 সালে ইস্টবেঙ্গলের জার্সিতে ক্লাব ফুটবল থেকে অবসর নেন সুভাষ ভৌমিক । 1987 সালে ভারতীয় দলের কোচ হয়েছিলেন । আর 1991 সালে মোহনবাগানের হয়ে ক্লাব কোচিং শুরু করেন । সেবার মোহনবাগানের কোচ হলেও সাফল্য পাননি । 1999 সালে দ্বিতীয় বার কোচ হয়ে কলকাতা ময়দানে ফেরেন । আর এবার তাঁর ফুটবলার জীবনের প্রথম বড় ক্লাব ইস্টবেঙ্গলের কোচের চেয়ারে বসেন । এখান থেকেই কোচ সুভাষ ভৌমিকের উল্কার গতিতে উত্থান শুরু হয় । আর তাঁর সবচেয়ে বড় সাফল্য ছিল ইস্টবেঙ্গলের হয়ে আশিয়ান কাপ জয় । একই বছরে আই লিগ-সহ পাঁচটি ট্রফি জিতে সুভাষ ভৌমিক তখন ছিলেন প্রকৃত অর্থেই তারকা কোচ । এরপর মোহনবাগান, মহমেডানের কোচ হলেও সেভাবে সাফল্য আসেনি । বাংলার বাইরে চার্চিল ব্রাদার্সে কোচিং করিয়ে আই লিগ জেতেন । শেষবার 2017 সালে ইস্টবেঙ্গলের টিডি-র দায়িত্ব সামলে ছিলেন । ময়দানের জনপ্রিয় ফুটবল ব্যক্তিত্বের মৃত্যু প্রকৃত অর্থে মহীরুহের পতন ।

ABOUT THE AUTHOR

...view details