পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Copa Del Rey: বের্নাব্যু'র বদলা ক্যাম্প ন্যু'তে, বেঞ্জেমার হ্যাটট্রিকে বার্সাকে উড়িয়ে ফাইনালে রিয়াল - Real Madrid

একদশক পর কোপা দেল রে'র ফাইনালে উঠল রিয়াল মাদ্রিদ । বদলার ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে উড়িয়ে দিল লস ব্ল্যাঙ্কোসরা । হ্যাটট্রিক করলেন করিম বেঞ্জেমা ।

Etv Bharat
Etv Bharat

By

Published : Apr 6, 2023, 12:25 PM IST

Updated : Apr 6, 2023, 1:00 PM IST

ক্যাম্প ন্যু, 6 এপ্রিল: প্রথম লেগে 1 গোলে হেরে যাওয়ার পর দ্বিতীয় লেগে বার্সেলোনাকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ । কাতালুনিয়ান ক্লাবের ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বীকে 4 গোলের মালা পড়াল দ্য হোয়াইটসরা । সৌজন্যে, করিম মোস্তাফা বেঞ্জেমা । ফরাসি জাদুকরের হ্যাটট্রিকে একদশক পর কোপা দেল রে'র ফাইনালে উঠল লস ব্ল্যাঙ্কোসরা ।

প্রথম লেগ জেতার পর এদিনও শুরু থেকেই চাপ বাড়াচ্ছিল বার্সেলোনা । অতি বড় ফুটবলবোদ্ধাও ভাবেননি যে ঘরের মাঠে পর্যদুস্ত হবে বুসকেতস, লেওয়ানডস্কিরা । বল পজেসন 53 শতাংশ, পাসের হিসেবেও এগিয়ে থাকা বার্সাকে ছাড়খাড় করে দিলেন গতবারের ব্যালনজয়ী । প্রথমার্ধের শেষে গোল করেন ভিনিসিয়াস জুনিয়র । দ্বিতীয় হাফ শুধুই বেঞ্জেমাময় । একটি পেনাল্টি-সহ তিনবার টের স্টেগানকে পরাস্ত করে বল জড়ান বার্সার জালে ।

আরও পড়ুন: ভাগ্য বদলাতে পদ্মাপাড়ের ক্লাবে আইএসএলের সফলতম কোচ

রবিবার স্প্যানিশ লিগে ভ্যালাডোলিডের বিরুদ্ধে 6-0 গোলে জয়ের ম্যাচেও হ্যাটট্রিক করেছিলেন বেঞ্জেমা । দিনকয়েকের মধ্যেই ফের জ্বলে উঠলেন তিনি । সেভিলে 6 মে ফাইনালে ওসাসুনার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ । মঙ্গলবার বিলবাওতে অতিরিক্ত সময়ে 1-1 গোলে ড্র করার পর ওসাসুনা অ্যাথলেটিক বিলবাওকে এগ্রিগেটে 2-1 ব্যবধানে হারিয়েছে । 2005 সালে রিয়াল বেটিসের বিপক্ষে ফাইনালে হারার পর প্রথমবারের মতো ফাইনালে উঠেছে তারা ।

শেষবার 2014 সালে শিরোপা এসেছিল রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুমে । ওই ম্যাচে বেঞ্জেমা খেললেও যাবতীয় আলো টেনে নিয়েছিলেন গ্যারেথ বেল । তাঁর 85 মিনিটের দুরন্ত স্প্রিন্টেই জয় এসেছিল । ফলে একদশক পর ফের ফাইনালে উঠে বেলের জায়গা নিতে চাইবেন বেঞ্জেমা । ইতিমধ্যেই 39বার কোপা দেল রে ফাইনাল খেলেছে রিয়াল মাদ্রিদ । শিরোপা ঘরে এসেছে 19বার । 40তম ফাইনালে সেই সংখ্যাটাই আরেকটি বাড়াতে চাইবে কার্লো আন্সেলোত্তির ছেলেরা । যদিও 42বার ফাইনাল-সহ 31বার কোপা দেল রে জিতে টুর্নামেন্ট বিজয়ীর ল্যাডারে শীর্ষে রয়েছে বার্সাই ।

Last Updated : Apr 6, 2023, 1:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details