নয়াদিল্লি, 2 জুলাই : ইতিহাস গড়লেন আমেদাবাদের সাঁতারু মানা প্যাটেল ৷ প্রথম মহিলা সাঁতারু হিসেবে টোকিয়ো অলিম্পিকসে যোগ্যতা অর্জন করলেন তিনি ৷ ইউনিভার্সিটি কোটায় টোকিয়ো অলিম্পিকসের টিকিট পাকা করেছেন মানা ৷ খবর নিশ্চিত করেছে স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া ৷
টোকিয়ো অলিম্পিকসে অংশ নিতে চলা তৃতীয় সাঁতারু হলেন মানা প্যাটেল ৷ এর আগে দুই সাঁতারু শিলহারি নটরাজ এবং সাজন প্রকাশ টোকিয়ো অলিম্পিকসে সরাসরি যোগ্যতা অর্জন করেন ৷ গত সপ্তাহে টোকিয়োর টিকিট নিশ্চিত করেন সাজন প্রকাশ ৷ সিট কলি প্রতিযোগিতায় পুরুষদের দুশো মিটার বাটারফ্লাই বিভাগে 1:56:38 সেকেন্ডে সাঁতার শেষ করেন ৷ বুধধার অলিম্পিকসে যাওয়া নিশ্চিত করেন শিলহারি নটরাজ ৷ এরপর আজ ইউনিভার্সিটি কোটায় অলিম্পিকসের টিকিট পেলেন মানা প্যাটেল ৷