পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Lovlina Borgohain: এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে 75 কেজি বিভাগে সোনা জয় লভলিনা বর্গহাইনের - পারভিন হুডা

এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন লভলিনা বর্গহাইন ৷ 75 কেজি বিভাগে উজবেকিস্তানের প্রতিপক্ষ রুজমেতোভা সোখিবাকে 5-0 পয়েন্টে হারিয়ে খেতাব নিজের নামে করেন তিনি (Lovlina Borgohain Wins Gold Medal in Asian Boxing Championship) ৷

Lovlina Borgohain Wins Gold Medal in Asian Boxing Championship
Lovlina Borgohain Wins Gold Medal in Asian Boxing Championship

By

Published : Nov 12, 2022, 3:13 PM IST

আম্মান (জর্ডন), 12 নভেম্বর: এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে খেতাব জিতলেন লভলিনা বর্গহাইন ৷ 75 কেজি বিভাগে উজবেকিস্তানের প্রতিপক্ষ রুজমেতোভা সোখিবাকে হারিয়ে সোনা জিতেছেন (Lovlina Borgohain Wins Gold Medal in Asian Boxing Championship) অলিম্পিক ব্রোঞ্জ পদকজয়ী বক্সার ৷ প্রতিপক্ষ রুজমেতোভাকে 5-0 পয়েন্টে হারিয়ে একপেশে ম্যাচ জিতেছেন লভলিনা বর্গহাইন ৷ কেরিয়ারের প্রথম এশিয়ান চ্যাম্পিয়নশিপেই সোনার মুকুট পরলেন লভলিনা ৷ লভলিনা ছাড়াও মেয়েদের 63 কেজি বিভাগে পারভিন হুডা (Parveen Hooda) তাঁর প্রথম এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন ৷

প্রসঙ্গত, টোকিয়ো অলিম্পিক্সের ব্রোঞ্জ জয়ের পর থেকে 25 বছরের লভলিনা বর্গহাইন তাঁর ফর্ম হাতড়ে বেরাচ্ছিলেন ৷ ফলে এশিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ের ফলে লভলিনা মানসিকভাবে ফের চাঙ্গা হয়ে উঠবেন বলে মনে করা হচ্ছে ৷ প্রসঙ্গত, খারাপ ফর্মের কারণে লভলিনা বর্গহাইন বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ এবং কমনওয়েলথ গেমস থেকে শুরুতেই ছিটকে যান ৷ এই এশিয়ান চ্যাম্পিয়নশিপে লভলিনা 69 কেজি বিভাগের বদলে 75 কেজি বিভাগে নিজেকে তুলে এনেছিলেন ৷

এই বদলের কারণ, আগামী প্যারিস অলিম্পিক্সে বক্সিংয়ে 69 কেজি বিভাগ তুলে দেওয়া হয়েছে ৷ ফলে নিজের ক্যাটেগরি বদল করতে হয়েছে লভলিনা বর্গহাইনকে ৷ এদিন লভলিনা বর্গহাইনকে এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা জেতার জন্য অভিনন্দন জানিয়েছেন, ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর ৷ তিনি টুইটে লেখেন, ‘‘অসাধারণ পারফর্মেন্স লভলিনা বর্গহাইন ৷ এশিয়ান এলিট বক্সিং চ্যাম্পিয়নশিপে একটি মনে রাখার মতো পারফরম্যান্স ভারতের ঝুলিতে আরও একটি সোনার পদক এল ৷ বক্সিংয়ের মাধ্যমে নিজেকে আরও এগিয়ে নিয়ে যাও ৷’’

আরও পড়ুন:সেওয়াগ না সচিন, দাদার প্রিয় ওপেনিং পার্টনার কে ?

এদিন লভলিনা বর্গহাইনকে অভিনন্দন জানিয়েছেন অসমের মুখ্য়মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ৷ তিনি জানিয়েছেন, এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে লভলিনা বর্গহাইনের সোনা জয় অসমবাসীকে গর্বিত করেছে ৷ তাঁদের আগামিদিনের সাফল্যের জন্য শুভেচ্ছাও জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ৷

আরও পড়ুন:বিয়ে ভাঙবে সানিয়া-শোয়েবের? বিচ্ছেদের গুঞ্জন

ABOUT THE AUTHOR

...view details