কলকাতা, 7 অক্টোবর: শতকের আলো ভারতীয় ক্রীড়াজগতে ৷ আগমনীর সুর ও বিশ্বকাপ শুরুর মাঝেই এশিয়াডে একশ পদক জয়ের কৃতিত্ব ভারতীয় খেলাধুলোর জগতে ৷ নিঃসন্দেহে ঐতিহাসিক মুহূর্ত ৷ স্বাধীনতার 77 বছর উদযাপন করছে ভারত ৷ উন্নতশীল দেশ থেকে উন্নত দেশের মঞ্চে পা রাখতে প্রত্যয়ী ভারত ৷ এশিয়ান গেমসে শত পদকের আলো যেন সেই পদার্পণের ঝলক মাত্র ৷ এক নজরে দেখে নেওয়া যাক ভারতীয় খেলাধুলার সোনালি দিনগুলি ৷
- 1948 সালের লন্ডন অলিম্পিকস। বলবীর সিং সিনিয়রের নেতৃত্বে হকিতে সোনা জেতে ভারতীয় দল ৷ স্বাধীন ভারতের ক্রীড়াক্ষেত্রে প্রথম সোনার ছোঁয়া ৷
- 1951 এশিয়াডে ফুটবলে সোনা ৷ তখন ভারত স্বাধীন হয়েছে মাত্র চারবছর ৷ বিশ্বের দরবারে নিজেদের মেলে ধরার প্রথম সুযোগে বাজিমাত করে শৈলেন মান্নার নেতৃত্বাধীন ভারতীয় ফুটবল দল ৷
- 1952 সালের হেলিসিঙ্কি অলিম্পিক ৷ সেখানেও ভারতীয় হকি দলের গলায় ওঠে সোনার পদক ৷
- 1956 সালের মেলবোর্ন অলিম্পিকে পাকিস্তানকে হারিয়ে হকি দল সোনা জেতে ৷ টানা ছ'টি অলিম্পিকে সোনা জয়ের কৃতিত্ব দেখা ভারত ৷
- 1960 সালের রোম অলিম্পিকে ভারতীয় দল রূপো পেয়েছিল পাকিস্তানের কাছে পরাজিত হয়ে ৷
আরও পড়ুন:হল কী কবাডিতে, চূড়ান্ত ঝামেলা পুরুষদের ফাইনালে; স্থগিত ম্যাচ
- 1962 সালে এশিয়াডে ফুটবলে সোনা জয় ৷ জাকার্তায় চুনী গোস্বামীর নেতৃত্বে এই সোনা এসেছিল ৷
- অলিম্পিক গেমস 1956 বদ্রু বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারতীয় দল ফুটবলে চতুর্থ স্থান অধিকার করে ৷ যা চমকে দেয় বিশ্বকে ৷
- 1970 এশিয়াডে ব্রোঞ্জ জেতে ভারতীয় ফুটবল দল ৷ সেই দলের নেতৃত্বে ছিলেন সৈয়দ নইমুদ্দিন ৷
- 1975 সালে হকিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয় ভারত ৷ অধিনায়ক অশোককুমারের নেতৃত্বে ভারতীয় হকিতে ফের সোনালি দিনের সূচনা হয় ৷
- 1980 মস্কো অলিম্পিকসে ভারতীয় হকি দল সোনা জেতে ৷ সেটাই এখনও পর্যন্ত হকিতে ভারতীয় হকি দলের শেষ সোনা জয় ৷
- ক্রিকেট বিশ্বকাপ 1983- কপিল দেবের নেতৃত্বে বিশ্ব ক্রিকেটে ভারতের আধিপত্যের সূচনা হয় ৷ সেটা ছিল ভারতীয় ক্রিকেটের সূর্যোদয় ৷
আরও পড়ুন:একশো'র মাইলস্টোন ছুঁল ভারত, 'ইস বার 100 পার' করে ইতিহাস গড়লেন অ্যাথলিটরা
- 1984 সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিকসে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে চতুর্থস্থানে শেষ করেন পিটি ঊষা ৷ এর আগে রোম অলিম্পিকসে চতুর্থ হয়েছিলেন মিলখা সিং ৷
- 1985 মিনি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ভারত ৷ সুনীল গাভাস্করের নেতৃত্বে অস্ট্রেলিয়ায় ভারতীয় দল বেনসন অ্যান্ড হেজেস কাপ ঘরে তোলে ৷
- 2002 সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ৷ সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে। 2013 মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত ফের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ৷
- 2004 এথেন্স অলিম্পিকস- সকলকে চমকে দিয়ে রাজ্যবর্ধন রাঠৌরের হাত ধরে শুটিংয়ে রূপো জেতে ভারত ৷
- 2008 বেজিং অলিম্পিকস- একক ইভেন্টে প্রথমবার অভিনব বিন্দ্রা ভারতকে সোনা এনে দেন ৷ বেজিংয়ে তাঁর বুলস-আই চমকে দেয় সকলকে ৷
- 2007 প্রথম আইসিসি টি-20 বিশ্বকাপ ৷ মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে অনভিজ্ঞ ও তরুণ ভারতীয় দল প্রথমবারেই চ্যাম্পিয়ন ৷ তার কয়েকমাস আগেই 50 ওভারের বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে ভারতের বিদায়ের হতাশা গর্বে পরিণত হয় ৷
- 2011 আইসিসি বিশ্বকাপ- মহেন্দ্র সিং ধোনির নেতৃত্ব দ্বিতীয়বার ভারত ওয়ান-ডে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ৷
- 2012 লন্ডন অলিম্পিকস ব্যডমিন্টনে সাইনা নেওহাল ব্রোঞ্জ পদক লাভ করেন। নড়েচড়ে বসল বিশ্ব।
- 2016 রিও অলিম্পিকসে পিভি সিন্ধুর রূপো জয় ভারতের ক্রীড়া জগতে নয়া সূর্যালোক নিয়ে আসে ৷
- 2020 টোকিয়ো অলিম্পিকস- জ্যাভলিনে নীরজ চোপড়া সোনা জিতলেন ৷ ভারতীয় খেলাধুলোয় ইতিহাসে অলিম্পিকসের ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে প্রথম সোনা আসে দেশে ৷ সেই সঙ্গে একাধিক ক্ষেত্রে 2 রুপো ও 4 ব্রোঞ্জ-সহ ভারত 7টি পদক জেতে ৷
- এবার 2023 এশিয়াড ৷ 2018 সালের 70টি পদকের রেকর্ড আগেই ভেঙেছিলেন ভারতীয় ক্রীড়াবিদরা ৷ এমনকি 16টি সোনা জয়ের রেকর্ডও ভাঙে ভারত ৷ আর সেই সঙ্গে প্রথমবার এশিয়াডে পদকের সেঞ্চুরি করলেন ভারতীয় প্রতিযোগীরা ৷ ভারতের ক্রীড়া জগতে এক সোনালি অধ্যায়ের সূচনা হল এরই সঙ্গে ৷