লন্ডন, 18 মে : সাউদাম্পটনের ঘরের মাঠে লিভারপুল কোনওভাবে পা-হড়কালে মঙ্গলবারই খেতাব উঠে যেত ম্যান সিটির হাতে ৷ কিন্তু এফএ কাপ জয়ের রেশ ধরে এদিন সাউদাম্পটনকে হারিয়ে প্রিমিয়র লিগের খেতাবি লড়াই লিগের শেষদিন পর্যন্ত জিইয়ে রাখল 'দ্য রেডস' (Liverpool beat Southampton to take title race to final day) ৷ পিছিয়ে পড়েও এদিন সাউদাম্পটনকে 2-1 গোলে হারাল জুর্গেন ক্লপের ছেলেরা (Liverpool beat Southampton by 2-1) ৷ একইসঙ্গে চলতি মরসুমে ঐতিহাসিক 'চতুর্মুকুট' জয়ের সম্ভাবনা জারি রইল তাদের ৷
পয়েন্ট হারালে খেতাব জয়ের সম্ভাবনা শেষ ৷ চ্যালেঞ্জিং পরিস্থিতিতে দাঁড়িয়েও মঙ্গলবার অ্যাওয়ে ম্যাচে রিজার্ভ দলে আস্থা রেখেছিলেন ক্লপ ৷ ম্যাচের 13 মিনিটে ন্যাথান রেডমন্ডের গোলে পিছিয়েও পড়ে লিভারপুল ৷ তবে 27 মিনিটে তাকুমি মিনোমিনোর গোলে জোরাল প্রত্যাবর্তন করে ক্লপের দল ৷