মিয়ামি, 19 জুলাই: ইন্টার মিয়ামির অনুশীলনে যোগ দিলেন লিওনেল মেসি ৷ স্থানীয় সময় মঙ্গলবার ক্লাবের সতীর্থদের সঙ্গে ওয়ার্ম-আপ ড্রিল, শর্ট পাসেস এবং সবশেষে লং রেঞ্জ শুটিং প্র্যাকটিস করতে দেখা গেল তাঁকে ৷ ইন্টার মিয়ামিতে এই মরশুমে মেসির সঙ্গে সই করেছেন তাঁর প্রাক্তন বার্সেলোনা সতীর্থ সের্জিয়ো বুস্কেটস ৷ তাঁকেও এদিন ইন্টার মিয়ামির অনুশীলনে দেখা গেল ৷ উল্লেখ্য, আড়াই বছরের চুক্তিতে মেসিকে সই করিয়েছে ইন্টার মিয়ামি ৷
নতুন অভিযানে সাতবারের ব্যালেন ডি’অর এবং বিশ্বজয়ী লিওনেল মেসি ৷ ইউরোপিয়ান ফুটবল থেকে সরে এসে এবার যুক্তরাষ্ট্রের মাটিতে নিজের বাঁ-পায়ের জাদু দেখাতে প্রস্তুত লিও ৷ আর মঙ্গলবার থেকে তারই প্রস্তুতি শুরু করে দিলেন এই আর্জেন্তাইন মহাতারকা ৷ ইন্টার মিয়ামির মাঠে এদিন অন্য সতীর্থদের সঙ্গে অনুশীলন করতে দেখা গেল তাঁকে ৷ প্রথমে স্ট্রেচিং, ওয়ার্ম-আপ ড্রিল, শর্ট পাসেস থেকে লং রেঞ্জ হিটিং-প্রথম দিনের অনুশীলনে অল্প বিস্তর সবকিছুই ছুঁয়ে গেলেন তিনি ৷
আর মেসিকে দেখার জন্য ইন্টার মিয়ামির স্টেডিয়ামের বাইরে অনুরাগীদের জমায়েতও ছিল চোখে পড়ার মতো ৷ মেসিকে তাঁর প্রথম অনুশীলনে কড়তালির মধ্যে দিয়ে স্বাগত জানান ইন্টার মিয়ামির ফুটবলাররা ৷ ড্রেসিংরুম টানেলের সামনে দু’দিকে লম্বা হয়ে দাঁড়িয়ে তাঁকে সম্মান জানানো হয় ৷ মেসির প্রথম অনুশীলনে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন ইন্টার মিয়ামির অন্যতম মালিক তথা প্রাক্তন ইংল্যান্ড তারকা ফুটবলার ডেভিড বেকহ্যাম ৷ তিনিও মেসির অনুশীলন দেখেন ৷ মাঠে অন্য ফুটবলারদের সঙ্গে মেসি এবং বুস্কেটসের পরিচয় করিয়ে দেন ৷