পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Lionel Messi : লা ফাইনালিসিমা ! ‘ম-এ মেসি, ম-এ ম্যাজিক’ - Lionel Messi

লা ফাইনালিসিমা তো নিছকই কোনও ম্যাচ নয় ৷ অত্যাচারী শাসকের দম্ভের বিরুদ্ধে বসন্তের একটুকরো হাওয়া নিয়ে আসার লড়াই ৷ এদিন যেই যুদ্ধে নেতৃত্ব দিলেন সেই মহাদেশের বর্তমানের ফুটবল জাদুকর স্বয়ং ৷ যার উত্থান ইউরোপে হলেও গত একবছরে তিনি আরও অনেক বেশি করে একাত্ম হয়েছেন নীল-সাদা জার্সির সঙ্গে, শাপমোচনও হয়েছে (Lionel Messi Magic against Italy in Finalissima) ৷

Majestic Messi
লিওনেল আন্দ্রেস মেসি

By

Published : Jun 2, 2022, 3:57 PM IST

Updated : Jun 2, 2022, 8:32 PM IST

ওয়েম্বলি, 2 জুন : আর্তেমিয়ো ফ্রানসি কাপ ৷ বর্তমানের লা ফাইনালিসিমা ৷ যার পোশাকি নাম কনমেবল-উয়েফা কাপ অফ চ্যাম্পিয়ন্স ৷ শেষবার এই কাপ হাতে তুলেছিলেন এক আর্জেন্টেনীয় ৷ 10 নম্বর ওই জার্সিধারীর নাম ছিল দিয়েগো আর্মান্দো মারাদোনা ৷ তারপরেই বন্ধ হয়ে যায় ওই কাপ ৷ 2022, চলতি বছর থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ফের চালু হচ্ছে এই টুর্নামেন্ট (Lionel Messi Magic against Italy in Finalissima) ৷

পুনর্জন্মের প্রথম বছরেই সেই ট্রফি ঘরে তুললেন আরেক আর্জেন্টেনীয় ৷ ঘটনাচক্রে যারও জার্সি নম্বর 10 এবং ঝুলিতে একটিও বিশ্বকাপ না-থাকলেও যিনি প্রবলভাবে দিয়েগোর যোগ্য উত্তরসূরি ৷ নাম লিওনেল আন্দ্রেস মেসি ৷ কোপা আমেরিকার পর এবার দ্বিতীয় আন্তর্জাতিক টুর্নামেন্টে নীল-সাদা জার্সির ধ্বজা ওড়ালেন ইউরোপীয়ান ক্লাবদুনিয়ার অন্যতম সফল ৷

কাতার বিশ্বকাপে যোগ্যতা অর্জনে ব্যর্থতার জ্বালা বুকে নিয়ে মেসিদের মুখোমুখি হয়েছিল ইতালি ৷ অন্যদিকে, টানা 31 ম্যাচ জিতে এদিন ওয়েম্বলিতে নেমেছিল লিওনেল স্কালোনির দল ৷ এক লিওনেলের দুর্ধর্ষ গেমপ্ল্যান, আরেক লিওনেলের সবুজ গালিচায় আলপনা আঁকা দৌড় ৷ অসাধারণ খেলেও রীতিমতো ছিন্নভিন্ন হয়ে গেলেন চিয়েল্লিনি, বোনুচ্চিরা ৷ ম্যাচের পর মেসি ‘কেন এই ইতালি বিশ্বকাপে নেই’ বুঝে উঠতে না পারলেও, লিওর দৌলতেই আজ্জুরিদের জ্বালা আরও বাড়ল ৷

আর আর্জেন্টিনা ? লা ফাইনালিসিমা তো নিছকই কোনও ম্যাচ নয় ৷ লাতিন আমেরিকা আর ইউরোপ সেরার মধ্যে হওয়া কোনও ফুটবল সাক্ষাৎকারও নয় ৷ এর আগে মাত্র দু'বার এই টুর্নামেন্ট হলেও ইউরোপের দলের বিরুদ্ধে যেকোনও খেলাই লাতিন আমেরিকার কাছে সংগ্রাম ৷ অত্যাচারী শাসকের দম্ভের বিরুদ্ধে বসন্তের একটুকরো হাওয়া নিয়ে আসার লড়াই ৷

আর ধনকুবের ইউরোপীয়ানদের সেই লড়াইয়ে পরাস্ত করার আনন্দ ? সে তো ‘ফকল্যান্ডের যুদ্ধে হেরে, ইংল্যান্ডকে দিল মেরে’র মতোই আবেগের ৷ সেই উল্লাস ‘শোধবোধ অস্ত্রবিনা’র মতোই সুন্দর ৷ সবুজ গালিচায় গোলাকার স্বপ্নকে ঘিরে তো শুধু 11 জন নয়, যেন প্রতিশোধের আগুনে ফোটে গোটা লাতিন আমেরিকা ৷ এই একদিন সবুজ-হলুদ কিংবা নীল-সাদা নয়, শাসকের সামনে একজোট হয়ে চোখে চোখ রেখে লড়াই করার দিন ৷ বছরের পর বছর ধরে এমনটাই তো মনে করে এসেছেন লাতিনরা ৷ এদিন যেই যুদ্ধে নেতৃত্ব দিলেন সেই মহাদেশের বর্তমানের ফুটবল জাদুকর স্বয়ং ৷ যার উত্থান ইউরোপে হলেও গত একবছরে তিনি আরও অনেক বেশি করে একাত্ম হয়েছেন নীল-সাদা জার্সির সঙ্গে, শাপমোচনও হয়েছে ৷

আরও পড়ুন : ইতালি 'বধ'-এ ফাইনালিসিমা আর্জেন্টিনার, বছর ঘুরতেই ফের ট্রফি মেসির ঝুলিতে

শুধু নেতাই নয়, ব্যক্তিগতভাবেও বহুদিন পরে মেসি ম্যাজিকে মাতল ফুটবল-দুনিয়া ৷ সবমিলিয়ে মোট 45টি ফাইনাল খেললেন ম্যাজিসিয়ান, তাতে গোলের শেষ পাসই বাড়িয়েছেন 46 বার ৷ এদিনও দু'টি ক্ষেত্রে শেষ পাস তাঁর ৷ একটু নীচ থেকে খেলে দুরন্ত গতিতে দেশকে পৌঁছে দিলেন আকাঙ্খিত লক্ষ্যে ৷ দোনারুম্মার দৌলতে তাঁর নামের পাশে এদিন হয়তো গোল নেই ৷ কিন্তু যে কেক স্বাদে অতুলনীয়, তাতে কি সত্যিই ‘চেরি অন দ্য টপ’-এর কোনও প্রয়োজন আছে ?

Last Updated : Jun 2, 2022, 8:32 PM IST

For All Latest Updates

TAGGED:

Lionel Messi

ABOUT THE AUTHOR

...view details