মিয়ামি, 22 জুলাই: ইন্টার মিয়ামির হয়ে স্বপ্নের অভিষেক হল লিওনেল মেসির ৷ ম্যাচের ইনজুরি টাইমের 94 মিনিটে অসাধারণ ফ্রি-কিকে গোল করে দলকে জয়ে এনে দিলেন মেসি ৷ লিগস কাপের ম্যাচে মেক্সিকান ক্রুজ আজুলকে 2-1 গোলে হারাল ইন্টার মিয়ামি ৷ উল্লেখ্য, অভিষেক ম্যাচে পরিবর্ত হিসেবে এ দিন মাঠে নামেন এলএম 10 ৷ ম্যাচের 55 মিনিটে মার্কিন ফরওয়ার্ড বেঞ্জামিন ক্রেমাসচির পরিবর্ত হিসেবে মাঠে আসেন ৷ উল্লেখ্য, মাঠে নামতেই মেসির হাতে ক্যাপ্টেন আর্মব্যান্ড তুলে দেওয়া হয় ৷
এতদিন মেসি ম্যাজিকে মেতেছিল ইউরোপিয়ান ফুটবল ৷ এবার 10 নম্বর জার্সির বাঁ-পায়ের জাদু দেখার সুযোগ পেল মার্কিন সকার লিগ ৷ মেজর লিগ সকারের দল ইন্টার মিয়ামির হয়ে ভারতীয় সময় শনিবার সকাল 6টার কিছুক্ষণ পর অভিষেক করলেন 35 বছরের লিওনেল মেসি ৷ আর অভিষেকের মেসি ম্যাজিকে মাতলেন ইন্টার মিয়ামির সমর্থকরা ৷ তবে, শুধু ইন্টার মিয়ামি নয় ৷ প্রতিপক্ষ ক্রুজ আজুলের সমর্থকদেরও দেখা গেল, মেসির গোলের পর উচ্ছ্বাস করতে ৷
এদিন লিগস কাপের ম্যাচের শুরুতে মেসিকে নামাননি কোচ জেরার্দো মার্তিনো ৷ ম্যাচের প্রথমার্ধে 44 মিনিটে রবার্ট টেলরের গোলে এগিয়ে যায় ইন্টার মিয়ামি ৷ দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার 10 মিনিট পরেই তিনটি পরিবর্তন করে ফেলেন জেরার্দো মার্তিনো ৷ 55 মিনিটে লিওনেল মেসিকে মাঠে নামান তিনি ৷ মেসির বার্সেলোনার প্রাক্তন সতীর্থ সের্জিও বুস্কেটসও ইন্টার মিয়ামির হয়ে অভিষেক করলেন ৷ মেসির সঙ্গেই তিনি মাঠে নামেন পরিবর্ত হিসেবে ৷ শুরুতে অবশ্য খুব একটা ছন্দে ছিলেন না মেসি ৷