অ্যাশভিল, 20 অগস্ট: লিগস কাপ চ্যাম্পিয়ন ইন্টার মিয়ামি ৷ ন্যাশভিল এসসি-কে পেনাল্টি শুটে 10-9 গোলে হারাল মেজর লিগ সকারের এই ক্লাব ৷ সেই সঙ্গে শনিবার রাতের ফাইনালে টুর্নামেন্টের 10 নম্বর গোল করে ফেললেন লিওনেল মেসি ৷ ম্যাচের 23 মিনিটে ইন্টার মিয়ামির হয়ে একমাত্র গোলটি করেন তিনি ৷ তবে, নির্ধারিত 90 মিনিটের পর খেলা অতিরিক্ত সময় পেরিয়ে পেনাল্টি শুটআউটে গড়ায় ৷ সেখানেও টানটান উত্তেজনায় ভরা শুটে 10-9 গোলে ম্যাচের ফয়সলা হয় ৷
এ দিন ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় পিংক-ব্ল্যাক ব্রিগেড ৷ যার ফল ম্যাচের 23 মিনিটে পায় ইন্টার মিয়ামি ৷ মেসির গোলে 1-0 এগিয়ে যায় মার্কিন এই ক্লাব ৷ প্রথমার্ধে আর কোনও গোল হয়নি ৷ কিন্তু, দ্বিতীয়ার্ধে ইন্টার মিয়ামির ডিফেন্সের ভুলে গোল শোধ করে ন্যাশভিল এসসি-র ফাফা পিকাউল্ট ৷ 57 মিনিটে গোল করে স্কোর সমান করে দেন তিনি ৷ এর পর একাধিক সুযোগ তৈরি হলেও, তা কার্যকর করতে পারেনি কোনও পক্ষই ৷ 90 মিনিটের খেলা শেষে ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ায় ৷ কিন্তু, সেখানেও কোনও গোল করতে পারেননি দুই দলের ফুটবলাররা ৷
ম্যাচের 23 মিনিটে দলের হয়ে একমাত্র গোল মেসির 120 মিনিটের খেলা শেষে অবশেষে পেনাল্টি শুটআউট হয় ৷ ইন্টার মিয়ামির হয়ে প্রথম শটে গোল করেন লিও মেসি ৷ ন্যাশভিলের প্রথম শটেও গোল আসে ৷ এর পর দ্বিতীয় শটেও গোল করে ইন্টার মিয়ামি ৷ তবে, ন্যাশভিলের দ্বিতীয় শট বাঁচিয়ে দেন ইন্টারের গোলকিপার ড্রেক কলেন্ডার ৷ চতুর্থ রাউন্ডের শুট আউট পর্যন্ত ইন্টার মিয়ামি 4-3 গোলে এগিয়ে ছিল ৷ কিন্তু, পঞ্চম রাউন্ডের শুটআউটে ইন্টারের প্লেয়ারের মারা শট বাঁচিয়ে দেন ন্যাশভিলের গোলকিপার এলিয়ট প্যানিকো ৷
গোলের পর সতীর্থদের সঙ্গে উচ্ছ্বাস লিওনেল মেসির আরও পড়ুন:প্রথমবার মেয়েদের বিশ্বকাপ ফাইনালে স্পেন, নেপথ্যে বার্সা!
এর পর শুট আউট একাদশ রাউন্ড পর্যন্ত গড়ায় ৷ ইন্টার মিয়ামির গোলকিপার নিজে দলের হয়ে 10 নম্বর গোলটি করেন ৷ শেষে গোলপোস্টের নিচে দাঁড়িয়ে এলিয়ট প্যানিকোর শট বাঁচিয়ে ইন্টার মিয়ামির জয় নিশ্চিত করেন তিনি ৷ ম্যাচ শেষে ইন্টার মিয়ামির কোচ জেরার্ডো টাটা মার্তিনো বলেন, ‘‘একাধিক নতুন খেলোয়াড়দের নিয়ে একটা দল গঠন করেছিলাম ৷ কিন্তু, আমি খুবই খুশি যে, তাঁরা দ্রুত নিজেদের মধ্যে বোঝাপড়া তৈরি করেছেন ৷’’ তাঁর প্রাক্তন ক্লাব বার্সেলোনা থেকে মেসি, জর্ডি আলবা এবং সের্জিও বুস্কেটসকে ইন্টার মিয়ামিতে নিয়ে এসেছিলেন মার্তিনো ৷ তাঁরা পুরো দলের সঙ্গে যেভাবে বোঝাপড়া তৈরি করেছেন, তাতে খুশি ইন্টার মিয়ামির কোচ ৷