নিউ জার্সি, 27 অগস্ট: ইন্টার মিয়ামিকে লিগস কাপ চ্যাম্পিয়ন করার পর এবার গোলাপি জার্সিতে মেজর লিগ সকারেও অভিষেক করলেন লিওনেল মেসি ৷ শুধু অভিষেক করলেন না ৷ গোলের ধারাও বজায় রাখলেন আর্জেন্তাইন মহাতারকা ৷ মেসির গোলের সুবাদে নিউইয়র্ক রেড বুলসকে 2-0 গোলে হারাল ইন্টার মিয়ামি ৷ অন্যান্য প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে সাত ম্যাচ খেলে ফেলা মেসিকে মেজর লিগের ম্যাচে এদিন একাদশে নামাননি ম্যানেজার জেরার্দো মার্তিনো ৷ আর্জেন্তাইন অধিনায়ককে দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসেবে মাঠে নামান ইন্টার মিয়ামি কোচ ৷ পরে নেমেও মাঠে উপস্থিত দর্শকদের হতাশ করেননি মেসি ৷ 89 মিনিটে গোল করে দলের জয় সুনিশ্চিত করেন লিও ৷
প্রথম একাদশে মেসির না-থাকাটা হতাশ করেছিল মাঠে উপস্থিত মেসি অনুরাগী তথা ইন্টার মিয়ামি সমর্থকদের ৷ তা সত্ত্বেও নিউইয়র্ক রেড বুলসের বিরুদ্ধে দূরন্ত ফুটবল খেলেছে ইন্টার মিয়ামি ৷ বাঁ-দিক থেকে জর্ডি আলবা আক্রমণ তৈরি করছিলেন পিংক ব্রিগেডের জন্য ৷ এমনকী একাধিক সুযোগও তৈরি করে তারা ৷ আলবা এবং দিয়েগো গোমেজের মধ্যে অসাধারণ বোঝাপড়ার ফসল হিসেবে 37 মিনিটে দলের প্রথম গোলটি চলে আসে ৷ গোল করেন দিয়েগো গোমেজ ৷
প্রথমার্ধে আর কোনও গোল করতে পারেনি ইন্টার মিয়ামি ৷ কম যায়নি নিউইয়র্ক রেড বুলসও ৷ প্রথমার্ধে গোল লক্ষ্য করে 13টি শট মারে তারা ৷ যার মধ্যে 4টি ছিল অন টার্গেট ৷ সেখানে ইন্টার মিয়ামির কনভারশন রেট অনেক বেশি ছিল ৷ দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার 15 মিনিটের মধ্যে জেরার্দো মার্তিনো তাঁর তুরুপের তাসকে মাঠে নামান ৷