প্যারিস, 28 মে:তাঁর প্রাপ্তি নেহাত কম নয় ৷ এবার ফের এক নজির গড়লেন তিনি ৷ লিওনেল মেসির মুকুটে ধরা দিল সাফল্যের আরও কিছু মণি-মানিক্য। ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে ছাড়িয়ে এই মহাতারকা গড়লেন ইউরোপের শীর্ষ পাঁচ লিগের হিসাবে সর্বোচ্চ গোলের রেকর্ড। প্যারিস সেইন্ট জার্মেইনের লিগ শিরোপা নিশ্চিত হয়েছে শনিবার রাতেই। স্ট্রাসবুর্গের মাঠে তাদেরকে হারিয়ে একাদশতম ফ্রেঞ্চ লিগ ওয়ানের ট্রফি নিজেদের ঘরে তুলেছে পিএসজি। আর সেই জয়ের সঙ্গেই রোনাল্ডোকে ছাপিয়ে ইউরোপের সেরা পাঁচ লিগে সর্বাধিক 496টি গোলের রেকর্ড গড়লেন মেসি ৷
এর আগে চার ম্যাচ গোল পাননি মেসি। তাঁর 'খরা' কাটানো গোল দিয়েই 11তম ঘরোয়া লিগ খেতাব জিতল পিএসজি। 10টি লা লিগা শিরোপা জয়ের পর পিএসজি'র হয়ে দ্বিতীয় লিগ খেতাব জিতলেন মেসি। এই লিগ ওয়ানের শিরোপা জিতে এক সময়ের সতীর্থ দানি আলভেসের পাশে বসলেন মেসি। ব্রাজিলিয়ান ডিফেন্ডারের মতো আর্জেন্তাইন মহাতারকারও ক্লাবের হয়ে ট্রফিজয়ের সংখ্যা 43টি। পিএসজির হয়ে লিগ ওয়ানে দুই আসর মিলিয়ে এখন পর্যন্ত 57টি ম্যাচে 22টি গোল করেছেন মেসি।
গতকাল ম্যাচ শুরুর আগে 84 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থানটা পিএসজির দখলে। মরশুমের দুই ম্যাচ বাকি থাকায়, ট্রফি জিততে কাগজে-কলমে লিওনেল মেসিদের দরকার ছিল এক পয়েন্ট। ম্যাচ জিতে তা পূরণ হল ৷ শনিবার রাতে মেসিদের প্রতিপক্ষ স্ট্রাসবুর্গ ছিল 15 নম্বরে। চলতি মরশুমে মাত্র 9টি ম্যাচ জেতা ক্লাবটি গত ছ'বছরে কখনোই হারাতে পারেনি প্যারিসের জায়ান্ট ক্লাবকে। তাই বলা চলে, শিরোপা জয়ের দিকে অনেকেই এগিয়েছিল প্যারিসের ক্লাবটি।
আরও পড়ুন:মালয়েশিয়া মাস্টার্সে ফাইনালে প্রণয়, বিদায় সিন্ধুর
গতকাল অবশ্য দুই বিশ্বকাপ ফাইনালের নায়কের যুগলবন্দিতে ট্রফি জয় নিশ্চিত করেছে পিএসজি। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে 59 মিনিটে এমবাপের তুখোড় পাস ধরে নিজের চির পরিচিত দক্ষতা এবং গোলরক্ষককে পরাস্ত করে দলকে এগিয়ে দেন মেসি। প্রতিপক্ষ স্টার্সবুর্গ 79 মিনিটে সমতা ফেরালেও ড্র করে 1 পয়েন্ট পাওয়া মাত্রই দ্বিতীয় স্থানে থাকা লেন্সের নাগালের বাইরে পৌঁছে যায় পিএসজি। যদিও পিএসজি যখন মেসিকে দলে এনেছিল তখন তাদের মূল লক্ষ্য ছিল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়। কিন্তু দুই মরশুম চেষ্টা করার পরেও এখনও পর্যন্ত সেই লক্ষ্যপূরণ করতে পারেননি মেসিরা।