পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Lionel Messi: পাসপোর্ট বিভ্রাট, বেজিং বিমানবন্দরে আটকানো হল মেসিকে ! - পাসপোর্ট বিভ্রাট

চিনে পৌঁছতেই হয়রানির শিকার হতে হল লিওনেল মেসিকে ৷ পাসপোর্ট বিভ্রাটের কারণে শনিবার বেজিং বিমানবন্দরে আটকানো হয় আর্জেন্তাইন মহাতারকাকে ৷

Etv Bharat
বেজিং বিমানবন্দরে আটকানো হল মেসিকে

By

Published : Jun 12, 2023, 10:54 PM IST

বেজিং, 12 জুন: বিশ্বকাপ জয়ের পর তৃতীয় প্রীতি ম্যাচ খেলতে চিনে পা রেখেছে লা-আলবিসেলেস্তে ৷ তবে সেদেশে পৌঁছতেই হয়রানির শিকার হতে হল লিওনেল মেসিকে ৷ পাসপোর্ট বিভ্রাটের কারণে শনিবার বেজিং বিমানবন্দরে আটকানো হয় আর্জেন্তাইন মহাতারকাকে ৷

সূত্রের খবর, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রীতি ম্যাচে অংশ নিতে শনিবার সদলবলে বেজিং বিমানবন্দরে পা রাখতেই মেসির পথ আটকায় চিনের সীমান্ত পুলিশ ৷ আর্জেন্তাইন পাসপোর্ট থাকার কথা থাকলেও সে সময় মেসি নাকি তাঁর স্প্যানিশ পাসপোর্টটি বিমানবন্দরে কর্মরত নিরাপত্তারক্ষীদের দেখিয়েছিলেন ৷ কিন্তু, স্প্যানিশ পাসপোর্টের চিনের ভিসা না-থাকার কারণেই বিপত্তি বাঁধে ৷

জানা যায়, প্রয়োজনীয় পাসপোর্টটি মেসির হাতে পৌঁছতে আধঘণ্টা দেরি হয় ৷ যদিও আর্জেন্তাইন পাসপোর্টটি মিলতেই সমস্যার সমাধান দেয় ৷ সাতবারের ব্যালন ডি'অর জয়ীকে বিমানবন্দর ছাড়ার অনুমতি দেন নিরাপত্তারক্ষীরা ৷ বিমানবন্দর আধিকারিকদের সঙ্গে বেজিং বিমানবন্দরে মেসির আলোচনার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ইন্টারনেটে ৷

তাঁর তরফে অফিসিয়াল ঘোষণা এখনও না-এলেও প্যারিস সাঁজাঁ ছেড়ে লিও যে ইন্টার মিয়ামিতে যোগদান করছেন, সেটা একপ্রকার নিশ্চিত ৷ ইউরোপিয়ান ফুটবলের হাজার ওয়াটের আলো ছেড়ে মেজর লিগ সকারে নাম লেখানোর নেপথ্য কারণও স্প্যানিশ মিডিয়াকে জানিয়েছেন ফুটবলের বরপুত্র ৷ তিনি এও জানিয়েছেন, কেরিয়ারের শেষবেলায় তিনি চান না তাঁর ভাগ্য অন্য কারও অঙ্গুলিহেলনে চলুক ৷ তাই বার্সায় ফেরা আর সম্ভব নয় ৷

আরও পড়ুন:'ভাগ্যের চাকার স্টিয়ারিংটা নিজের হাতেই রাখতে চেয়েছিলাম', বার্সায় না-ফেরা প্রসঙ্গে বললেন মেসি

মেজর লিগ সকারে যোগদান প্রায় নিশ্চিত হয়ে যাওয়ার পর স্প্যানিশ সংবাদমাধ্যমে বিশ্বজয়ী মহাতারকা বলেন, "বিশ্বকাপ জয়ের পর ফুটবলজীবনটা বেশ খানিকটা বদলে গিয়েছে ৷ এখন আর আমার পক্ষে বার্সেলোনায় ফেরাও সম্ভব নয় ৷ তাই ফুটবল নিয়ে এখন একটু অন্যভাবে বাঁচতে চাই ৷ একেকটা দিনকে সামনে রেখে আমি ফুটবলটা এখন উপভোগ করতে চাই ৷"

আপাতত মেসি এবং ইন্টার মিয়ামির তরফে নয়া চুক্তি শোনার অপেক্ষায় ফুটবল জনতা ৷ তার আগে 15 জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং 19 জুন ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে বিশ্বজয়ী জাতীয় দলকে নেতৃত্ব দেবেন মেসি ৷

ABOUT THE AUTHOR

...view details