পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Lionel Messi: কাতার বিশ্বকাপই শেষ, জানিয়ে দিলেন লিও

2026 মার্কিন মুলুকে অনুষ্ঠিত হতে চলা ফুটবল বিশ্বকাপে (2026 Football WC) অংশগ্রহণের জন্য শরীর সায় দেবে না আর (Lionel Messi confirms Qatar will be his last World Cup) ৷ তাই কাতার বিশ্বকাপই শেষ ৷ চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন লিওনেল মেসি ৷

Lionel Messi
কাতার বিশ্বকাপই শেষ, জানিয়ে দিলেন লিও

By

Published : Oct 6, 2022, 11:07 PM IST

বুয়েনস আইরস:কাতারেই শেষ বিশ্বকাপ খেলবেন ৷ 2026 মার্কিন মুলুকে অনুষ্ঠিত হতে চলা ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণের জন্য শরীর সায় দেবে না আর (Lionel Messi confirms Qatar will be his last World Cup) ৷ 2022 ফুটবলের বিশ্বযুদ্ধ শুরুর প্রাক্কালে ভবিষ্যত পরিকল্পনার কথা বলতে গিয়ে আর্জেন্তাইন ক্রীড়া সাংবাদিক সেবাস্তিয়ান ভিগনোলো-কে এমনটাই জানালেন লিওনেল মেসি ৷

2026 বিশ্বকাপে (2026 Football WC) মেসি ঢুকে পড়বেন চল্লিশের কোটায় ৷ ঊনচল্লিশে দাঁড়িয়ে মেসির শরীর যে আর বিশ্বকাপের ধকল নেবে না, তা ভালোই জানেন ফুটবল অনুরাগীরা ৷ তবু বাঁ-পায়ের জাদুকর নিজে মুখে যতক্ষণ না কিছু বলছেন, নেতিবাচক কিছু ভাবার পক্ষপাতী ছিলেন না তাঁর ভক্তরা ৷ শেষমেশ বিশ্বকাপের প্রাক্কালে তাঁর চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়ে অনুরাগীদের খানিক হতাশই করলেন আর্জেন্তাইন মায়েস্ত্রো ৷

সাম্প্রতিক সাক্ষাৎকারে মেসি বলেন, "যদি আপনারা জানতে চান এটা (কাতার) আমার শেষ বিশ্বকাপ কি না, তাহলে বলব হ্যাঁ ৷ নিশ্চিতভাবে এটা আমার শেষ বিশ্বকাপ ৷" যদিও একইসঙ্গে আসন্ন কাতার বিশ্বকাপে ভালো ফল করার ব্যাপারে যে তিনি দারুণভাবে আশাবাদী, সে কথা জানাতে ভোলেননি আন্তর্জাতিক ফুটবলের দ্বিতীয় সর্বাধিক সক্রিয় গোলস্কোরার ৷

মেসি বলেন, "আমি আপাতত বিশ্বকাপের দিন গুনছি ৷ সত্যিটা হচ্ছে, আমার মধ্যে প্রচণ্ড উত্তেজনা কাজ করছে ৷ যদিও স্নায়ুগুলো আপাতত শিথিলই রয়েছে ৷" শেষ বিশ্বকাপে ভাল কিছু করতে বদ্ধপরিকর মেসি বলেন, "আমার কাতারে পৌঁছনোর তর আর সইছে না ৷ একইসঙ্গে মরিয়া সেখানে ভালো কিছু করে দেখাতে ৷"

আরও পড়ুন:আমরা কতটা ভালো তা প্রমাণ করার সময় এসেছে: কনস্ট্যানটাইন

দল হিসেবে কাতারে 'আলবিসেলেস্তে'-রা কেমন ? উত্তরে মেসি বলেন, "আমরা এই মুহূর্তে দারুণ ছন্দে ৷ আমাদের দলও যথেষ্ট শক্তিশালী ৷ তবে বিশ্বকাপে কী হয় কেউ জানে না ৷" এ বিষয়ে লিও-র ব্যাখ্যা, "বিশ্বকাপে সব ম্যাচই কঠিন ৷ আর বিশ্বকাপ সবসময় স্পেশাল কারণ, ফেভারিটরা সবসময় বিশ্বকাপে ট্রফি জিতে বা প্রত্যাশামতো ফলাফলে শেষ করতে পারে না ৷"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details