পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

রিয়াদ সিজন কাপে মেসি বনাম রোনাল্ডো দ্বৈরথের সম্ভাবনা

Leonel Messi vs Cristiano Ronaldo in Saudi Arabia Tournament: রিয়াদ সিজন কাপে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বনাম লিওনেল মেসি দ্বৈরথের সম্ভাবনা ৷ তিন ক্লাবের এই টুর্নামেন্ট আগামী বছর ফেব্রুয়ারি মাসে হবে ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Nov 22, 2023, 10:01 PM IST

ম্যাঞ্চেস্টার, 22 নভেম্বর: আবারও দেখা যেতে পারে মেসি বনাম রোনাল্ডো দ্বৈরথ ৷ আগামী ফেব্রুয়ারি মাসে সৌদি আরবে আয়োজিত টুর্নামেন্টে গ্রহের দুই সেরা ফুটবলারের দ্বৈরথ দেখার সুযোগ হতে পারে ফুটবলপ্রেমীদের ৷ রিয়াদ সিজন কাপে খেলতে দেখা যাবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসিকে ৷ টুর্নামেন্ট আয়োজকরা জানিয়েছেন, তিন দলের এই ইভেন্টে মেসির বর্তমান ক্লাব ইন্টার মিয়ামি অংশ নিতে পারে ৷ যদিও, ইন্টার মিয়ামি রিয়াদ সিজন কাপের আয়োজকদের ঘোষণা নিয়ে কোনও নিশ্চয়তা দেয়নি ৷ তাদের তরফে বলা হয়েছে, এই টুর্নামেন্টে অংশগ্রহণ প্রি-সিজন সূচির উপর নির্ভর করছে ৷

যদিও, সৌদি আরবে মেসি বনাম রোনাল্ডো দ্বৈরথের ক্ষেত্র এখন থেকেই তৈরি হয়ে গিয়েছে বলে সংবাদসংস্থা অ্যাসোসিয়েট প্রেসের তরফে জানানো হয়েছে ৷ সৌদি জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির চেয়ারম্যান আলাল শিখ বলেন, ‘‘রিয়াদ সিজন কাপে ইন্টার মিয়ামির সকলকে স্বাগত জানানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি ৷ তিন ক্লাবের মধ্যে হওয়া এই প্রতিযোগিতায় বিশ্বের সেরা তারকা ফুটবলাররা এক জায়গায় হবেন ৷’’ উল্লেখ্য, এই মুহূর্তে সৌদি পর্যটনের প্রচারক বা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলে লিও মেসি ৷ এমনকি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সৌদি আরব সফরে আসার জন্য গত মে মাসে মেসিকে সাসপেন্ড করেছিল লিগ ওয়ানের ক্লাব পিএসজি ৷ তার পরেই ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেন এলএম-10 ৷ পিএসজি ক্লাবও তাঁকে বিনা বাধায় যেতে দেওয়ার সিদ্ধান্ত নেয় ৷

উল্লেখ্য, মেসি রিয়াদ সিজন কাপের শেষ অধ্যায়ে প্যারিস সেন্ট জার্মেইনের হয়ে খেলতে এসেছিলেন সৌদি আরবে ৷ পিএসজি সেবার অতিথি ক্লাব হিসেবে টুর্নামেন্টে খেলতে এসেছিল ৷ সৌদ লিগের ক্লাব হিসেবে আল নাসের এফসির হয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সেই ম্যাচে খেলেছিলেন ৷ এবার রোনাল্ডোর আল নাসের এবং নেইমার জুনিয়রের আল-হিলাল ফ্রেব্রুয়ারিতে আয়োজিত সৌদি সিজন কাপ খেলবে ৷ তৃতীয় তথা অতিথি দেশ হিসেবে ইন্টার মিয়ামিকে আমন্ত্রণ জানানো হয়েছে ৷ সংবাদসংস্থা এপি-র খবর অনুযায়ী, ইন্টার মিয়ামি টুর্নামেন্টে অংশগ্রহণ করবে ৷ প্রাক মরশুম আন্তর্জাতিক সফরের অংশ হিসেবে টুর্নামেন্টে অংশ নেবে মেজর লিগের এই ক্লাব ৷ কিন্তু, এ নিয়ে ক্লাবের তরফে চূড়ান্ত কোনও ঘোষণা করা হয়নি ৷

আরও পড়ুন:

  1. ভেগাস ধর্ষণ মামলায় রোনাল্ডোর বিরুদ্ধে ওঠা অভিযোগ আমেরিকার আদালতে খারিজ
  2. এশিয়ান কাপে ফলাফলের আশা করা যাবে না, জানালেন দল গঠনে ক্ষুব্ধ স্টিম্যাচ
  3. উত্তপ্ত মারাকানায় ফের ব্রাজিল 'বধ', তিন দশক আগের ইতিহাস ফেরালেন মেসিরা

ABOUT THE AUTHOR

...view details