ম্যাঞ্চেস্টার, 22 নভেম্বর: আবারও দেখা যেতে পারে মেসি বনাম রোনাল্ডো দ্বৈরথ ৷ আগামী ফেব্রুয়ারি মাসে সৌদি আরবে আয়োজিত টুর্নামেন্টে গ্রহের দুই সেরা ফুটবলারের দ্বৈরথ দেখার সুযোগ হতে পারে ফুটবলপ্রেমীদের ৷ রিয়াদ সিজন কাপে খেলতে দেখা যাবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসিকে ৷ টুর্নামেন্ট আয়োজকরা জানিয়েছেন, তিন দলের এই ইভেন্টে মেসির বর্তমান ক্লাব ইন্টার মিয়ামি অংশ নিতে পারে ৷ যদিও, ইন্টার মিয়ামি রিয়াদ সিজন কাপের আয়োজকদের ঘোষণা নিয়ে কোনও নিশ্চয়তা দেয়নি ৷ তাদের তরফে বলা হয়েছে, এই টুর্নামেন্টে অংশগ্রহণ প্রি-সিজন সূচির উপর নির্ভর করছে ৷
যদিও, সৌদি আরবে মেসি বনাম রোনাল্ডো দ্বৈরথের ক্ষেত্র এখন থেকেই তৈরি হয়ে গিয়েছে বলে সংবাদসংস্থা অ্যাসোসিয়েট প্রেসের তরফে জানানো হয়েছে ৷ সৌদি জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির চেয়ারম্যান আলাল শিখ বলেন, ‘‘রিয়াদ সিজন কাপে ইন্টার মিয়ামির সকলকে স্বাগত জানানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি ৷ তিন ক্লাবের মধ্যে হওয়া এই প্রতিযোগিতায় বিশ্বের সেরা তারকা ফুটবলাররা এক জায়গায় হবেন ৷’’ উল্লেখ্য, এই মুহূর্তে সৌদি পর্যটনের প্রচারক বা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলে লিও মেসি ৷ এমনকি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সৌদি আরব সফরে আসার জন্য গত মে মাসে মেসিকে সাসপেন্ড করেছিল লিগ ওয়ানের ক্লাব পিএসজি ৷ তার পরেই ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেন এলএম-10 ৷ পিএসজি ক্লাবও তাঁকে বিনা বাধায় যেতে দেওয়ার সিদ্ধান্ত নেয় ৷