পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

FIFA World Cup 2022: ঈশ্বরের খেয়াল ! কেরিয়ারের শেষলগ্নে প্রাপ্তির ঝুলি মিলিয়ে দিল দুই কিংবদন্তি'কে - World Cup

লেজেন্ডস লাক ? নাকি এটাই কিংবদন্তি'দের প্রাপ্য ? কেরিয়ারের শেষ লগ্নে এসে ভাগ্যদেবতা কার্যত একসুতোয় গাঁথলেন সচিন-মেসি'কে (Leonel Messi Sachin Tendulkar stunning similarity in World Cup) ।

FIFA World Cup
প্রাপ্তির ঝুলি মিলিয়ে দিল দুই কিংবদন্তি'কে

By

Published : Dec 19, 2022, 9:04 AM IST

হায়দরাবাদ, 19 ডিসেম্বর:লিও মেসি কি কখনও সচিন রমেশ তেন্ডুলকরের গল্প শুনেছেন ? ছোটবেলা থেকে ক্রিকেট ঈশ্বরের স্বপ্ন ছিল, বিশ্বকাপ জেতা । বিশ্বের মঞ্চে দেশের কর্তৃত্ব স্থাপন । 2003 বিশ্বকাপে আপ্রাণ লড়াই করেও কাপ আর ঠোটের ফাঁকটা রয়েই গিয়েছিল । সেই স্বপ্নই পূরণ হল জীবনের শেষ বিশ্বকাপের মঞ্চে । 2011 সালে জাতীয় পতাকা হাতে সতীর্থদের কাঁধে মাস্টার ব্লাস্টার, ভারতীয় স্পোর্টসের আর্কাইভে চিরকালের মতো জায়গা করে নিয়েছে ছবিটা (Leonel Messi Sachin Tendulkar stunning similarity in World Cup) ।

অন্যদিকে, লিওনেল আন্দ্রেস মেসি । 2014 বিশ্বকাপে ব্রাজিল মাতিয়ে দিয়েছিলেন আধুনিক ফুটবলের বরপুত্র । কিন্তু ফাইনালে ন্যায়ারকে টপকাতে পারেননি । গোৎজের শেষ মুহূর্তের গোলে হেরে যায় আর্জেন্তিনা । 2022, আট বছর পর শাপমোচন হয়েছে 'এলএম 10'-এর । টানটান ম্যাচে ফ্রান্সকে হারিয়ে সোনালি পরী হাতে পেয়েছেন নীল-সাদা জার্সিধারীদের নেতা ।

2003 ক্রিকেট বিশ্বকাপ । সারা টুর্নামেন্টে অনবদ্য খেলেছিলেন লিটল মাস্টার । সবচেয়ে বেশি রান, টুর্নামেন্টের সেরা খেলোয়াড় । ব্যক্তিগত প্রাপ্তির ঝুলিটা উপচে পড়েছিল । কিন্তু বিশ্বকাপ আসেনি । ফাইনালে ভারত হেরে যায় অস্ট্রেলিয়ার কাছে । বল হাতে জঘন্য পারফর্ম করেন জাহির খান । পাশাপাশি, 2014 ফুটবল বিশ্বকাপ । প্রাপ্তির ঝুলিটা ভরে গিয়েছিল মেসিরও । কিন্তু বিশ্বকাপ ছোঁয়া আর হয়ে ওঠেনি । সৌজন্যে, হিগুয়াইনের একাধিক শিশুসুলভ মিস ।

আরও পড়ুন: কাতার-মেক্সিকোর মেলবন্ধন ! দুর্দান্ত ফুটবলে মারাদোনাকে মনে করালেন মেসি

কিন্তু ঈশ্বর বোধহয় অন্য কিছুই ভেবে রেখেছিলেন । 8 বছর পর ফের বিশ্বকাপ ফাইনালে ওঠে ভারত । আগেই সচিন জানিয়ে দিয়েছিলেন, এবারই শেষ । প্যাডজোড়া তুলে রাখবেন তিনি । সেবছর বিশ্বকাপ জেতে ভারত, 28 বছরের ট্রফি খরা কাটে । চলতি বিশ্বকাপের আগে মেসিও জানিয়েছিলেন বুটজোড়া তুলে রাখার কথা । শেষলগ্নে এসে তাঁর বিশ্বমঞ্চে সফল না-হওয়ার আক্ষেপ মিটে গেল । একই সঙ্গে ফাইনাল বেলের আগে জ্বলে উঠেছিলেন দু'জনেই । দুই টুর্নামেন্টের সেমিফাইনালে ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছিলেন তাঁরা । এই আশ্চর্য সমাপতনকে কীভাবে ব্যাখ্যা করা যায় ? লেজেন্ডস লাক ? নাকি এটাই কিংবদন্তি'দের প্রাপ্য ?

আরও পড়ুন: ম্যাজিকাল মেসি থেকে দুর্ভেদ্য মার্তিনেজ, বিশ্বকাপে ব্যক্তিগত সেরা হলেন কারা

দুই ভিন্ন খেলায় বছরের পর বছর কর্তৃত্ব ফলিয়েছেন সচিন, মেসি । প্রতিভা এবং পরিশ্রমের যুগলবন্দি ফুল ফুটিয়েছে সবুজ গালিচায় । জীবনের শেষ বিশ্বকাপে ভক্তরা বুঁদ হয়ে ছিলেন দুই জাদুকরের স্বপ্নের পারফর্ম্যান্সে । কেরিয়ারের শেষ লগ্নে এসে 'চেরি অন দ্য কেক' আরও লালিত হল তাঁদের খ্যাতিকে ।

ABOUT THE AUTHOR

...view details