হায়দরাবাদ, 19 ডিসেম্বর:লিও মেসি কি কখনও সচিন রমেশ তেন্ডুলকরের গল্প শুনেছেন ? ছোটবেলা থেকে ক্রিকেট ঈশ্বরের স্বপ্ন ছিল, বিশ্বকাপ জেতা । বিশ্বের মঞ্চে দেশের কর্তৃত্ব স্থাপন । 2003 বিশ্বকাপে আপ্রাণ লড়াই করেও কাপ আর ঠোটের ফাঁকটা রয়েই গিয়েছিল । সেই স্বপ্নই পূরণ হল জীবনের শেষ বিশ্বকাপের মঞ্চে । 2011 সালে জাতীয় পতাকা হাতে সতীর্থদের কাঁধে মাস্টার ব্লাস্টার, ভারতীয় স্পোর্টসের আর্কাইভে চিরকালের মতো জায়গা করে নিয়েছে ছবিটা (Leonel Messi Sachin Tendulkar stunning similarity in World Cup) ।
অন্যদিকে, লিওনেল আন্দ্রেস মেসি । 2014 বিশ্বকাপে ব্রাজিল মাতিয়ে দিয়েছিলেন আধুনিক ফুটবলের বরপুত্র । কিন্তু ফাইনালে ন্যায়ারকে টপকাতে পারেননি । গোৎজের শেষ মুহূর্তের গোলে হেরে যায় আর্জেন্তিনা । 2022, আট বছর পর শাপমোচন হয়েছে 'এলএম 10'-এর । টানটান ম্যাচে ফ্রান্সকে হারিয়ে সোনালি পরী হাতে পেয়েছেন নীল-সাদা জার্সিধারীদের নেতা ।
2003 ক্রিকেট বিশ্বকাপ । সারা টুর্নামেন্টে অনবদ্য খেলেছিলেন লিটল মাস্টার । সবচেয়ে বেশি রান, টুর্নামেন্টের সেরা খেলোয়াড় । ব্যক্তিগত প্রাপ্তির ঝুলিটা উপচে পড়েছিল । কিন্তু বিশ্বকাপ আসেনি । ফাইনালে ভারত হেরে যায় অস্ট্রেলিয়ার কাছে । বল হাতে জঘন্য পারফর্ম করেন জাহির খান । পাশাপাশি, 2014 ফুটবল বিশ্বকাপ । প্রাপ্তির ঝুলিটা ভরে গিয়েছিল মেসিরও । কিন্তু বিশ্বকাপ ছোঁয়া আর হয়ে ওঠেনি । সৌজন্যে, হিগুয়াইনের একাধিক শিশুসুলভ মিস ।