পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

FIFA World Cup 2022: কোয়ার্টারে মেসির সামনে চ্যালেঞ্জিং হতে পারেন ডাচ ভ্যান ডাইক

বিশ্বকাপের (FIFA World Cup 2022) মঞ্চে আজ দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে নামবে আর্জেন্তিনা (Leonel Messi resumes World Cup quest as Argentina plays Netherlands) ৷ সেই ম্যাচে লিওনেল মেসির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারেন ডাচ ডিফেন্ডার ভার্গিল ভ্যান ডাইক (Van Dijk) ৷

Leonel Messi resumes World Cup quest as Argentina plays Netherlands
Leonel Messi resumes World Cup quest as Argentina plays Netherlands

By

Published : Dec 9, 2022, 10:26 AM IST

Updated : Dec 9, 2022, 10:50 AM IST

দোহা, 9 ডিসেম্বর: মেসি বনাম ভার্গিল ভ্যান ডাইক ৷ সবচেয়ে অল্প বয়সী কোচ বনাম বিশ্বকাপের মঞ্চে সবচেয়ে অভিজ্ঞ কোচ ৷ লাতিন আমেরিকান শিল্প বনাম ইউরোপিয়ান আগ্রাসন ৷ আর্জেন্তিনা বনাম নেদারল্যান্ডস ৷ আজ ফিফা বিশ্বকাপের (FIFA World Cup 2022) মঞ্চে কোয়ার্টার ফাইনালে নামছে এই দুই দেশ ৷ বলা হচ্ছে এটি এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত সবচেয়ে বড় ও কঠিন ম্যাচ হতে চলেছে (Leonel Messi resumes World Cup quest as Argentina plays Netherlands) ৷ সেই ম্যাচ জিতলে বিশ্বকাপ ট্রফির আরও এক ধাপ কাছে চলে যাবেন লিওনেল মেসি ৷

7 বার ব্যালন ডি’অর জেতা মহাতারকা তাঁর কাঙ্খিত বিশ্বকাপ ট্রফি হাতে তোলার থেকে আর তিন ম্যাচ দূরে ৷ কিন্তু, টুর্নামেন্ট যত এগিয়ে আসছে, তত সেই ট্রফি জয়ের লড়াই কঠিন হয়ে উঠছে ৷ আজ ভারতীয় সময় রাত সাড়ে 12টায় নেদারল্যান্ডসের বিরুদ্ধে মাঠে নামবেন মেসি ৷ বিশেষজ্ঞদের মতে, তাঁর কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানোর পথে আজ বাধা হতে পারেন দু’জন ফুটবলার ৷ একজন ভ্যান ডাইক (Van Dijk) ৷ গত পাঁচ বছরের বিশ্ব ফুটবলে সেরা ডিফেন্ডার বলা হয় ভ্যান ডাইককে ৷

লিওনেল মেসির অসাধারণ ফুটবল শৈলী এবং ড্রিবলকে যদি কেউ প্রতিহত করতে পারেন তবে তা এই ডাচ ডিফেন্ডার পারবেন বলেই মত ফুটবল বিশেষজ্ঞদের ৷ লিভারপুলে খেলা এই সেন্টার ব্যাকের ম্যাচ রিডিংয়ের পারদর্শিতা নিয়ে কাও সন্দেহ নেই ৷ ফলে মেসির গোল করতে ও করাতে ভার্গিল ভ্যান ডাইকের বাধা অতিক্রম করতে হবে ৷

আরও পড়ুন:তাঁকে ছাড়াই জিততে শিখেছে দল, কোয়ার্টারেও হয়তো রোনাল্ডোহীন পর্তুগাল একাদশ

আর দ্বিতীয় জন নেদারল্যান্ডস দলের মাথা, কোচ লুইস ভ্যান গাল (Louis van Gal) ৷ 71 বছরের ডাচ কোচের ফুটবল জ্ঞান এবং রণকৌশলকে বিশ্বের তাবড় ফুটবলার এবং কোচেরাও সমীহ করেন ৷ গত 26 বছরের কোচিং কেরিয়ারে তাঁর রণকৌশল দিয়ে তাবড় দল ও মহাতারকাদের আটকে দিয়েছেন ভ্যান গাল ৷ তাই মেসির বিরুদ্ধে তাঁর সুনির্দিষ্ট পরিকল্পনা যে থাকবে, তা বলার অপেক্ষা রাখে না ৷ হত একাধিক পরিকল্পনাও থাকতে পারে তাঁর আস্তিনে ৷ ফলে আজকের ম্যাচ আর্জেন্তিনাকে জিততে হলে, একা মেসিকে দিয়ে তা হবে না ৷ সেখানে মাঠের বাকি 10 ফুটবলারকেও সমান অবদান রাখতে হবে ৷

Last Updated : Dec 9, 2022, 10:50 AM IST

ABOUT THE AUTHOR

...view details