প্যারিস, 9 মে: লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ডসের মঞ্চে বর্ষসেরা ক্রীড়াবিদের খেতাব জিতলেন লিওনেল মেসি ৷ পাশাপাশি, 2022 ফিফা বিশ্বকাপ জয়ী দল হিসেবে আর্জেন্তিনার হয়ে আরও একটি পুরস্কার পেলেন এলএম 10 ৷ এই পুরস্কারটি দলগতভাবে জিতেছেন মেসি ৷ অন্যদিকে, ষষ্ঠবার মনোনীত হওয়ার পর অবশেষে মহিলা ক্রীড়াবিদ হিসেবে বর্ষসেরার খেতাব জিতলেন জামাইকান স্প্রিন্টার শেলি-আন ফ্রেজা-প্রাইস ৷ 2022 সালে তিনি একাধিক খেতাব জিতেছেন ৷ যার মধ্যে প্রধান ছিল পঞ্চমবার ওয়ার্ল্ড অ্যাথলিট চ্যাম্পিয়নশিপে 100 মিটারের দৌড়ে সোনা জয় ৷
2020 সালে শেষবার আয়োজিত হয়েছিল লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ডস ৷ তারপর প্রায় 3 বছর পর প্যারিসে ফের একবার আয়োজিত হল বর্ষসেরা ক্রীড়াবিদদের সম্মান প্রদানের এই অনুষ্ঠান ৷ যেখানে মোট 8টি খেতাব দেওয়া হয়েছে বিভিন্ন ক্রীড়াক্ষেত্রে বিশ্বসেরাদের মধ্যে ৷ 2020 সালে ফর্মুলা ওয়ান ড্রাইভার লুইস হ্যামিলটনের সঙ্গে যৌথভাবে বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতেছিলেন মেসি ৷ দ্বিতীয়াবার তিনি বর্ষসেরা ক্রীড়াবিদ হিসেবে লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ড জিতলেন ৷