পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Messi Mania in Argentina: কেরিয়ারের 800তম গোল, মেসি ম্যানিয়ায় ভাসল 'লা অ্যালবিসেলেস্তে'

আবারও আর্জেন্তিনার জার্সিতে মাঠে নামলেন লিওনেল মেসি ৷ বিশ্বকাপের পর এই প্রথম ৷ আর সেই ম্যাচেই কেরিয়ারের 800 নম্বর গোল করে ফেললেন তিনি (Leo Messi Scores 800th Goals) ৷

Leo Messi Scores 800th Goals ETV BHARAT
Leo Messi Scores 800th Goals ETV BHARAT

By

Published : Mar 24, 2023, 6:24 PM IST

বুয়েনস আইরেস (আর্জেন্তিনা), 24 মার্চ: বিশ্বকাপ ফাইনালের পর বৃহস্পতিবার রাতে ঘরের মাঠে পানামার বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি খেলতে নেমেছিলেন লিওনেল মেসি ৷ যে ম্যাচে কেরিয়ারের 800 তম গোল করলেন আর্জেন্তাইন মহাতারকা (Leo Messi Scores 800th Career Goals) ৷ ম্যাচের 89 মিনিটে ফ্রি-কিকে গোল করে এই রেকর্ড গড়লেন তিনি ৷ পানামার বিরুদ্ধে এই ফিফা ফ্রেন্ডলি 2-0 গোল জিতেছে আর্জেন্তিনা ৷ ম্যাচের 78 মিনিটে থিয়াগো আলমাডা প্রথম গোলটি করেন ৷ এদিন আর্জেন্তিনার ঘরের মাঠে এই ম্যাচে মেসিকে নিয়ে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো ৷

বুয়েনস আইরেস বৃহস্পতিবার রাতে মেসি ম্যানিয়ায় মজেছিল ৷ বিশ্বকাপের পর আবার জাতীয় দলকে নেতৃত্ব দিলেন আর্জেন্তিনার এই মহাতারকা (First Appearances for Argentina As World Champion) ৷ এদিনের এই ম্যাচ মূলত ছিল গত ডিসেম্বরে বিশ্বকাপ জয়ের উদযাপন ৷ ম্যাচ শুরুর আগে মাঠে ট্রফি হাতে নামেন লিও মেসি ৷ পুলিশি নিরাপত্তায় ফুটবলাররা বিশ্বকাপ ট্রফি নিয়ে মাঠ প্রদক্ষিণ করেন ৷ ছিলেন বিশ্বকাপ জয়ী কোচ লিওনেল স্কালোনি ৷ মেসিকে নিয়ে এই উন্মাদনা শুধু গতকাল রাতে ছিল ৷ তার কয়েকদিন আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল ৷

বুয়েনস আইরিসে অনুশীলনের খোশ মেজাজে মেসি
গাড়িতে মেসি ম্যানিয়ার ছোঁয়া

হঠাৎই খবর ছড়িয়ে পড়ে বুয়েনস আইরিসের পাশের শহর পালেরমোতে একটি কাবাবের রেঁস্তোরায় মেসি নৈশভোজ করছেন ৷ সেই খবর পেতেই শতাধিক মেসি ভক্ত সেই রেঁস্তরাটিকে ঘিরে ধরেন ৷ সেখানে মেসির নিরাপত্তা বিশাল পুলিশ পাঠানো হয় ৷ তাঁকে এসকর্ট করে সেখান থেকে বের করা হয় ৷ কিন্তু, এ সবের মধ্যেও মেসিকে দেখে সকলের চোখে মুখে ছিল আনন্দ ৷ কেউ বলছেন, ‘আমি তোমাকে ভালোবাসি মেসি’ ৷ তো কেউ বলছেন, ‘তোমাকে ধন্যবাদ, লিও’ ৷ এ এক অকৃত্রিম ভালোবাসা ৷ যা মেসির মনকেও হয়তো সেদিন ছুঁয়ে গিয়েছিল ৷

মেসিতে মাতোয়ারা বুয়েনস আইরিস
মেসির ট্যাটুতে জায়গা করে নিল বিশ্বকাপ জয়ের তারিখ

এমনকি শহরের রাস্তায় একটি গাড়িকে নিজেদের পাশে দেখতে পান অনেকেই ৷ পরে তাঁরা চিনতে পারেন ওই গাড়িতে মেসি রয়েছেন ৷ সেখানেই মেসির গাড়িকে ঘিরে ধরে চলে চিৎকার-আনন্দ-উল্লাস ৷ ভক্তদের নিরাশ করেননি ৷ গাড়ির কাঁচ নামিয়ে সকলের উদ্দেশ্যে হাত নাড়িয়ে অভিবাদন জানান ৷ আর সেই মুহূর্তের কয়েক সেকেন্ডের ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ৷ এমনকি বুধবার সকালে স্থানীয় নেওয়ার্ক টিভির সঞ্চালক মেসির একটি ভয়েস বার্তা পান ৷ যে বার্তা পেয়ে সঞ্চালক নিজেও বিশ্বাস করতে পারেননি ৷

এমিলিয়ানো মার্জিনেজের সেই ম্যাচ জেতানো গোল সেভ

আরও পড়ুন:আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড রোনাল্ডোর

ওই অডিয়ো বার্তায় মেসি বলেছিলেন, ‘‘সকলকে সুপ্রভাত জানাই ৷ আমি এখানে এসে খুব খুশি হয়েছি ৷ ডিসেম্বর মাসে যা হয়েছে, তার পর থেকে সব জিনিস আমি উপভোগ করছি ৷ যেখানে যা হচ্ছে সব ৷ বৃহস্পতিবার পানামার বিরুদ্ধে ম্যাচে মেসি একটি গোল করে তাঁর আন্তর্জাতিক এবং ক্লাব কেরিয়ারের 800 তম গোলটি করে ফেলেছেন ৷ গতকাল 2 গোল করতে পারলে মেসির আন্তর্জাতিক ফুটবলে 100 গোল হয়ে যেত ৷ কিন্তু, 99 গোলে আপাতত থেমেছেন তিনি ৷ আশা করা হচ্ছে, আগামী ম্যাচে সেই রেকর্ডও স্পর্শ করে ফেলবেন এই গ্রেট ৷

ABOUT THE AUTHOR

...view details