বুয়েনস আইরেস (আর্জেন্তিনা), 24 মার্চ: বিশ্বকাপ ফাইনালের পর বৃহস্পতিবার রাতে ঘরের মাঠে পানামার বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি খেলতে নেমেছিলেন লিওনেল মেসি ৷ যে ম্যাচে কেরিয়ারের 800 তম গোল করলেন আর্জেন্তাইন মহাতারকা (Leo Messi Scores 800th Career Goals) ৷ ম্যাচের 89 মিনিটে ফ্রি-কিকে গোল করে এই রেকর্ড গড়লেন তিনি ৷ পানামার বিরুদ্ধে এই ফিফা ফ্রেন্ডলি 2-0 গোল জিতেছে আর্জেন্তিনা ৷ ম্যাচের 78 মিনিটে থিয়াগো আলমাডা প্রথম গোলটি করেন ৷ এদিন আর্জেন্তিনার ঘরের মাঠে এই ম্যাচে মেসিকে নিয়ে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো ৷
বুয়েনস আইরেস বৃহস্পতিবার রাতে মেসি ম্যানিয়ায় মজেছিল ৷ বিশ্বকাপের পর আবার জাতীয় দলকে নেতৃত্ব দিলেন আর্জেন্তিনার এই মহাতারকা (First Appearances for Argentina As World Champion) ৷ এদিনের এই ম্যাচ মূলত ছিল গত ডিসেম্বরে বিশ্বকাপ জয়ের উদযাপন ৷ ম্যাচ শুরুর আগে মাঠে ট্রফি হাতে নামেন লিও মেসি ৷ পুলিশি নিরাপত্তায় ফুটবলাররা বিশ্বকাপ ট্রফি নিয়ে মাঠ প্রদক্ষিণ করেন ৷ ছিলেন বিশ্বকাপ জয়ী কোচ লিওনেল স্কালোনি ৷ মেসিকে নিয়ে এই উন্মাদনা শুধু গতকাল রাতে ছিল ৷ তার কয়েকদিন আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল ৷
হঠাৎই খবর ছড়িয়ে পড়ে বুয়েনস আইরিসের পাশের শহর পালেরমোতে একটি কাবাবের রেঁস্তোরায় মেসি নৈশভোজ করছেন ৷ সেই খবর পেতেই শতাধিক মেসি ভক্ত সেই রেঁস্তরাটিকে ঘিরে ধরেন ৷ সেখানে মেসির নিরাপত্তা বিশাল পুলিশ পাঠানো হয় ৷ তাঁকে এসকর্ট করে সেখান থেকে বের করা হয় ৷ কিন্তু, এ সবের মধ্যেও মেসিকে দেখে সকলের চোখে মুখে ছিল আনন্দ ৷ কেউ বলছেন, ‘আমি তোমাকে ভালোবাসি মেসি’ ৷ তো কেউ বলছেন, ‘তোমাকে ধন্যবাদ, লিও’ ৷ এ এক অকৃত্রিম ভালোবাসা ৷ যা মেসির মনকেও হয়তো সেদিন ছুঁয়ে গিয়েছিল ৷