পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

U-19 Women's T20 WC: অনূর্ধ্ব-19 মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন লক্ষ্মীর - লক্ষ্মীরতন শুক্লা অভিনন্দন জানান অনূর্ধ্ব 19 দলকে

বাংলা দলের কোচ লক্ষ্মীরতন শুক্লা অভিনন্দন জানালেন দেশের অনূর্ধ্ব-19 মহিলা ক্রিকেট দলকে (Laxmi Ratan Shukla Congratulates)৷

Etv Bharat
লক্ষ্মীরতন শুক্লা

By

Published : Jan 30, 2023, 9:08 AM IST

Updated : Jan 30, 2023, 9:31 AM IST

হাওড়া, 30 জানুয়ারি: বিশ্বের কাছে নতুন এক মাইলফলক ছুঁল ভারতের অনূর্ধ্ব-19 মহিলা ক্রিকেট দল । ভারত অনূর্ধ্ব-19 মহিলা দল টি-20 বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত জয় পেয়েছে । আত্মপ্রকাশেই বিশ্ব জয় করেছেন উইমেন ইন ব্লু । এই জয়ে উচ্ছ্বসিত বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা অভিনন্দন জানিয়েছেন মহিলা ক্রিকেটারদের(Laxmi Ratan Shukla on U19-Women's T-20 WC)। অভিনন্দন বার্তায় তিনি লেখেন,"দলের প্রতিটি খেলোয়াড় প্রচেষ্টার ফলে এই বিস্ময়কর ট্রফিটি অর্জন করতে সক্ষম হয়েছে । পাশাপাশি খেলোয়াড়দের মধ্যে হাওড়ার বাসিন্দা হৃষিতা বসু উইকেট কিপার হিসাবে তাঁর অনন্য অবদান রেখেছেন ।"

লক্ষ্মীরতন শুক্লা বাংলা স্পোর্টস অ্যাকাডেমিতে হৃষিতা বসুর উইকেট কিপিংয়ে হাতেখড়ি ৷ লক্ষ্মীরতন শুক্লার কাছে দীর্ঘদিন অনুশীলন করেছেন । কঠোর পরিশ্রমী এবং দক্ষ খেলোয়াড় হৃষিতা এই টি-20 ট্রফি জয়ে তাঁর অনন্য অবদান রেখেছেন । তাঁর দর্শনীয় পারফরম্যান্সের পাশাপাশি এলআরএস বাংলা স্পোর্টস অ্যাকাডেমি ভারতের অনূর্ধ্ব-19 মহিলা দলের পুরো বিভাগে অসাধারণ পারফরম্যান্সের জন্য তাদের অভিনন্দন জানিয়েছে । এছাড়াও ভারতের মহিলা ক্রিকেটের ভবিষ্যৎ থেকে এই ধরনের প্রচেষ্টার জন্য অ্যাকাডেমির পক্ষ থেকে শুভকামনা জানান কোচ লক্ষ্মী ।

উইকেট কিপার হৃষিতা বসুর সঙ্গে লক্ষ্মীরতন শুক্লা

প্রসঙ্গত, 29 জানুয়ারি পোচেস্ট্রুমে রবিবাসরীয় মেগা ফাইনালে ইংল্যান্ডকে আট উইকেটে হারায় উইমেন ইন ব্লু ৷ মাত্র 6 রানে 2 উইকেট নেন তিতাস ৷ পাশাপাশি অর্চনা দেবীর 17 রানে 2, পার্শবী চোপড়া 13 রানে 2 উইকেটের সৌজন্যে মাত্র 68 রানে গুটিয়ে যায় ইংল্যান্ড ৷ তারপরই আসে জয়ের মুহূর্ত ৷ এর মধ্যে মাত্র 6 রান দিয়ে 2 উইকেট নিয়ে ফাইনালের সেরা হল চুঁচুড়ার মেয়ে তিতাস সাধু ৷

আরও পড়ুন : ছেলেদের ক্রিকেটে খেলিয়ে তিতাসকে তৈরি করিয়েছিলেন কোচ প্রিয়ঙ্কর

Last Updated : Jan 30, 2023, 9:31 AM IST

ABOUT THE AUTHOR

...view details