নয়াদিল্লি, 16 জানুয়ারি : ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের জয়জয়কার ৷ পিভি সিন্ধু হতাশ করলেও প্রত্যাশা পূরণ করলেন লক্ষ্য সেন, স্বস্তিক সাইরাজ, চিরাগ শেট্টিরা ৷ নিঃসন্দেহে এই প্রজন্মের অন্যতম সেরা শাটলার আলমোড়ার ছেলে লক্ষ্য সেন ৷ আজ ইন্ডিয়া ওপেনে ছেলেদের সিঙ্গলসের ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়ে খেতাব জিতলেন লক্ষ্য ৷ সিঙ্গাপুরের শাটলার লোহ কিয়ান ইউ-কে স্ট্রেট গেমে 24-22, 21-17 হারিয়ে সিঙ্গলসের মুকুট উঠল লক্ষ্যের মাথায় ৷ সিঙ্গলসের পাশাপাশি ছেলেদের ডাবলস খেতাব জিতেছেন ভারতীয় জুটি স্বস্তিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টি ৷
বছর কুড়ির শাটলার লক্ষ্য এবারই প্রথম অংশগ্রহণ করেন ৷ হাড্ডাহাড্ডি ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়ে খেতাব জয়ের পাশাপাশি এক নয়া রেকর্ড গড়েছেন লক্ষ্য ৷ অভিষেকেই ইন্ডিয়া ওপেন ছেলেদের সিঙ্গলসের খেতাব জয়ী প্রথম ভারতীয় শাটলারে পরিণত হয়েছেন তিনি ৷ গতবছর বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে সিঙ্গাপুরের শাটলার লোহ কিয়ান ইউ-এর কাছে হেরে খেতাব হাতছাড়া করেছিলেন কিদম্বী শ্রীকান্ত ৷ আজ ইন্ডিয়া ওপেনের মঞ্চে সেই সিঙ্গাপুরিয়ান শাটলারকে মাটি ধরালেন লক্ষ্য ৷ গতবছর বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের মঞ্চ থেকে ব্রোঞ্জ জিতে ফেরার পর আরও একটা পালক জুড়ল এই ভারতীয় শাটলারের মুকুটে ৷ লক্ষ্যের এটা প্রথম বিডব্লিউএফ ট্যুর সুপার 500 খেতাব জয় ৷