বার্মিংহ্যাম, 8 অগস্ট: মিক্সড টিম ইভেন্টের গোল্ড মেডেল ম্যাচে তাঁর না-থাকা নিয়ে বিতর্ক কম হয়নি ৷ সিঙ্গলসে সোনা জিতে যেন কড়ায়-গণ্ডায় তার জবাব দিলেন লক্ষ্য সেন ৷ পিভি সিন্ধুর স্বর্ণপদক জয়ের আনন্দ ফিকে হতে না-হতেই পোডিয়াম শীর্ষে ফিনিশ করলেন আলমোরার শাটলার (Lakshya Sen Wins Gold in Men's Singles at CWG 2022) ৷ প্রথম গেম হেরে পিছিয়ে পড়েও সোমবার দুরন্ত প্রত্যাবর্তন করলেন লক্ষ্য ৷ আর স্মরণীয় প্রত্যাবর্তনে কমনওয়েলথে প্রথম সোনা জিতে নিলেন বছর কুড়ির তারকা ৷ মালয়েশিয়ার জে জং'য়ের বিরুদ্ধে লক্ষ্য-র পক্ষে ম্যাচের ফল 19-21, 21-9, 21-16 ৷
সিন্ধুর সোনাজয়ের খবর পেয়েই বার্মিংহ্যামে কোর্টে নেমেছিলেন লক্ষ্য ৷ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জজয়ীকে ঘিরে প্রত্যাশা কিছু কম ছিল না ৷ কিন্তু প্রথম গেমে সেই প্রত্যাশার সঙ্গে পাল্লা দিয়ে উঠতে পারেননি তিনি ৷ সমানে সমানে লড়াই চালিয়েও 21-19 ব্যবধানে প্রথম গেম খোয়াতে হয় সদ্য থমাস কাপজয়ী ভারতীয় দলের সদস্যকে ৷ কিন্তু দ্বিতীয় সেটে লক্ষ্য যে এমন জোরালো প্রত্যাঘাত হানবেন, তা হয়তো ঘুণাক্ষরেও টের পাননি মালয়েশিয়ার প্রতিপক্ষ ৷