সানচেওন (দক্ষিণ কোরিয়া), 5 এপ্রিল : প্রথম গেম খুইয়েও দুরন্ত প্রত্যাবর্তন লক্ষ্য সেনের ৷ দক্ষিণ কোরিয়া ওপেনে ভারতীয় শাটলার জয় দিয়ে শুরু করলেন সে দেশেরই প্রতিদ্বন্দ্বী চোই জি হুকে (Lakshya Sen makes a winning start in Korea Open) ৷ এক ঘণ্টার সামান্য বেশি সময়ে লক্ষ্যর পক্ষে ম্যাচের ফল 14-21, 21-16, 21-18 (Sen beats South Korean shuttler 14-21, 21-16, 21-18) ৷ অল ইংল্যান্ড ওপেনে রুপো জয়ের পর ক্লান্তি এড়াতে সুইস ওপেন থেকে অব্যাহতি নিয়েছিলেন লক্ষ্য ৷ সাময়িক বিরতির পর শুরুটা ছন্দেই করলেন আলমোরার তারকা ৷
বিশ্ব ব়্যাংকিংয়ে 498 নম্বরে থাকা চোইয়ের কাছে টানা সাত পয়েন্ট হারিয়ে প্রথম গেম হাতছাড়া করেন লক্ষ্য ৷ যা মোটেও ভাল লক্ষ্মণ ছিল না ৷ তবে খারাপ সময় লম্বা হয়নি বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জজয়ীর ৷ দ্বিতীয় গেমে দুরন্ত প্রত্যাবর্তন করেন লক্ষ্য ৷ 6-6 থেকে টানা চারটি পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় গেমে লিড নেন ভারতীয় শাটলার ৷