নয়াদিল্লি, 22 মে : পুরুষদের ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে (দলগত) ইতিহাস গড়েছে ভারত ৷ 73 বছরে থমাস কাপের ফাইনাল তো দূর কী বাত, সেমির টিকিটও অধরা ছিল ভারতের ৷ সেখানে 14 বারের চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়াকে ফাইনালে ‘উড়িয়ে’ দিয়েছে ভারতীয় শাটলাররা ৷ তারপরই এদিন এইচ এস প্রণয়, সাত্বিকসাইরাজ, কিদাম্বি শ্রীকান্তদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi meets Shuttlers after historic Thomas Cup win) ৷
যে খেলায় সাফল্য মানেই ‘একা’ বা ‘দোকা’, সেখানেই ইতিহাস গড়ার পেছনে রয়েছে ‘দলগত প্রয়াস’ ৷ ফলে ঐতিহাসিক জয়ের কান্ডারি বছর কুড়ির লক্ষ্য সেন থেকে শুরু করে তিরিশ ছুঁইছুঁই শ্রীকান্ত ৷ রবিবার ম্যাচ শেষেই টুইট বার্তা এসেছিল নরেন্দ্র মোদির তরফে ৷ এরপর প্রায় 10 মিনিট সোনাজয়ী দলের সঙ্গে ফোনে কথাও বলেন প্রধানমন্ত্রী ৷ সেখানেই উত্তরাখণ্ডি শাটলার লক্ষ্য সেনের কাছে আলমোড়ার মিষ্টি খেতে চান তিনি ৷ এদিন তাঁকে উত্তরাখণ্ডের বিখ্যাত ‘বাল মিঠাই’ উপহার দিয়েছেন ভারতের নতুন ‘সেন’সেশন ৷
ভারতের ইতিহাস সৃষ্টিতে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী এদিন মিষ্টি পেয়ে খুশি ৷ মোদি বলেন, ‘‘লক্ষ্যকে উত্তরাখণ্ডের বিখ্যাত বাল মিঠাই-এর জন্য ধন্যবাদ ৷ আমি ওঁর কাছে একটা ছোট্ট আবদার করেছিলাম ৷ ও সেটা রেখেছে ৷’’