সমরকন্দ (উজবেকিস্তান), 29 ডিসেম্বর: ফিডে ওয়ার্ল্ড ব়্যাপিড চেজ চ্যাম্পিয়নশিপে রুপো জিতলেন গ্র্যান্ড মাস্টার কোনেরু হাম্পি ৷ বৃহস্পতিবার চ্যাম্পিয়নশিপের ফাইনালে শেষ রাশিয়ার আনাস্তাসিয়া বোডনারুকের বিপক্ষে পরাজিত হয়েছেন তিনি ৷ সেই সঙ্গে টুর্নামেন্টের রুপোর পদকেই থামতে হল 36 বছরের ভারতীয় দাবাড়ুকে ৷
ব়্যাপিড চেজ চ্যাম্পিয়নশিপ খেতাব জয়ের লড়াই টাই-ব্রেকার রাউন্ডে যায় ৷ সেখানে শেষ মুহূর্তে রাশিয়ান প্রতিপক্ষের কাছে হারতে হয় কোনেরু হাম্পিকে ৷ এই রুপো জয়ের সঙ্গেই কোনেরু হাম্পি পদক জয়ের ধারা বজায় রাখলেন ৷ 2012 সালে মস্কোতে তিনি ব্রোঞ্জ জিতেছিলেন ৷ জর্জিয়ার বাতুমিতে 2019 সালে ফিডে দাবা বিশ্বকাপ জিতেছিলেন গ্র্যান্ডমাস্টার কোনেরু হাম্পি ৷ ব়্যাপিড চেজ চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের শুরুতে 36 বছর বয়সি ভারতীয় দাবাড়ু তাঁর শেষ রাউন্ডের ম্যাচে কাতেরিনা ল্যাগনোর বিপক্ষে জিতেছিলেন ৷ সেই রাউন্ডে তিনি এবং রাশিয়ান গ্র্যান্ডমাস্টার বোডনারুকের সমসংখ্যক পয়েন্ট অর্জন করেছিলেন ৷
কিন্তু, রাশিয়ান আনাস্তাসিয়া বোডনারুক ব্রোঞ্জ পদকজয়ী লাই টিংজির বিপক্ষে ড্র করেছিলেন ৷ এমনকি ফাইনালে ভারতীয় দাবাড়ু কোনেরু হাম্পি কালো ঘুঁটি নিয়ে প্রথম রাউন্ডে বোডনারুককে ধরাশায়ী করে দেন ৷ কিন্তু, পরের রাউন্ডে হাম্পির সামান্য ভুলে, দারুণভাবে ম্যাচে ফিরে আসেন বোডনারুক এবং ভারতীয় গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে দেন ৷ ফলে শক্তিশালী জায়গায় থাকা সত্ত্বেও পিছিয়ে পড়েন হাম্পি ৷ আর প্রথম সাডেন ডেথ রাউন্ডের ম্যাচ কালো ঘুঁটি নিয়ে ড্র হয়ে যায় ৷ সেকেন্ড রাউন্ডে সেখান থেকে অত্যাধিক চাপে ঘুরে দাঁড়াতে পারেননি কোনেরু হাম্পি ৷ দ্বিতীয় সাডেন ডেথ রাউন্ডে সাদা ঘুঁটিতে খেলেও হেরে যান তিনি ৷
সাডেন ডেথ রাউন্ডে জিতে রাশিয়ান আনাস্তাসিয়া বোডনারুক ফিডে ওয়ার্ল্ড ব়্যাপিড চেজ চ্যাম্পিয়নশিপ জিতে নেন ৷ অন্যদিকে, ওপেন সেকশনে ভিদিত গুজরাতি চতুর্থস্থানে শেষ করেছেন ৷ 13 রাউন্ডে মাত্র 9 পয়েন্ট পেয়েছেন তিনি ৷
আরও পড়ুন:
- ইতিহাস ছুঁয়েও অধরা শিরোপা, চৌষট্টি খোপের লড়াইয়ে স্বপ্নভঙ্গ প্রজ্ঞার
- কার্লসেনের বিরুদ্ধে দ্বিতীয় রাউন্ডেও ড্র প্রজ্ঞানন্দের, বৃহস্পতিবার টাইব্রেকারে ফয়সালা
- পিছিয়ে পড়েও ফাইনালে দুরন্ত প্রত্যাবর্তন, কার্লসেনের বিরুদ্ধে প্রথম রাউন্ডে ড্র প্রজ্ঞানন্দের