পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ফিডে ওয়ার্ল্ড ব়্যাপিড চেজ চ্যাম্পিয়নশিপে রুপো কোনেরু হাম্পির - Koneru Humpy wins Silver

World Rapid Chess Championship: রাশিয়ান প্রতিপক্ষ আনাস্তাসিয়া বোডনারুকের কাছে হেরে রুপো জিতলেন দাবাড়ু কোনেরু হাম্পি ৷ ফিডে ওয়ার্ল্ড ব়্যাপিড চেজ চ্যাম্পিয়নশিপে রুপো জিতেছেন ভারতীয় এই গ্র্যান্ড মাস্টার ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Dec 29, 2023, 6:32 PM IST

সমরকন্দ (উজবেকিস্তান), 29 ডিসেম্বর: ফিডে ওয়ার্ল্ড ব়্যাপিড চেজ চ্যাম্পিয়নশিপে রুপো জিতলেন গ্র্যান্ড মাস্টার কোনেরু হাম্পি ৷ বৃহস্পতিবার চ্যাম্পিয়নশিপের ফাইনালে শেষ রাশিয়ার আনাস্তাসিয়া বোডনারুকের বিপক্ষে পরাজিত হয়েছেন তিনি ৷ সেই সঙ্গে টুর্নামেন্টের রুপোর পদকেই থামতে হল 36 বছরের ভারতীয় দাবাড়ুকে ৷

ব়্যাপিড চেজ চ্যাম্পিয়নশিপ খেতাব জয়ের লড়াই টাই-ব্রেকার রাউন্ডে যায় ৷ সেখানে শেষ মুহূর্তে রাশিয়ান প্রতিপক্ষের কাছে হারতে হয় কোনেরু হাম্পিকে ৷ এই রুপো জয়ের সঙ্গেই কোনেরু হাম্পি পদক জয়ের ধারা বজায় রাখলেন ৷ 2012 সালে মস্কোতে তিনি ব্রোঞ্জ জিতেছিলেন ৷ জর্জিয়ার বাতুমিতে 2019 সালে ফিডে দাবা বিশ্বকাপ জিতেছিলেন গ্র্যান্ডমাস্টার কোনেরু হাম্পি ৷ ব়্যাপিড চেজ চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের শুরুতে 36 বছর বয়সি ভারতীয় দাবাড়ু তাঁর শেষ রাউন্ডের ম্যাচে কাতেরিনা ল্যাগনোর বিপক্ষে জিতেছিলেন ৷ সেই রাউন্ডে তিনি এবং রাশিয়ান গ্র্যান্ডমাস্টার বোডনারুকের সমসংখ্যক পয়েন্ট অর্জন করেছিলেন ৷

কিন্তু, রাশিয়ান আনাস্তাসিয়া বোডনারুক ব্রোঞ্জ পদকজয়ী লাই টিংজির বিপক্ষে ড্র করেছিলেন ৷ এমনকি ফাইনালে ভারতীয় দাবাড়ু কোনেরু হাম্পি কালো ঘুঁটি নিয়ে প্রথম রাউন্ডে বোডনারুককে ধরাশায়ী করে দেন ৷ কিন্তু, পরের রাউন্ডে হাম্পির সামান্য ভুলে, দারুণভাবে ম্যাচে ফিরে আসেন বোডনারুক এবং ভারতীয় গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে দেন ৷ ফলে শক্তিশালী জায়গায় থাকা সত্ত্বেও পিছিয়ে পড়েন হাম্পি ৷ আর প্রথম সাডেন ডেথ রাউন্ডের ম্যাচ কালো ঘুঁটি নিয়ে ড্র হয়ে যায় ৷ সেকেন্ড রাউন্ডে সেখান থেকে অত্যাধিক চাপে ঘুরে দাঁড়াতে পারেননি কোনেরু হাম্পি ৷ দ্বিতীয় সাডেন ডেথ রাউন্ডে সাদা ঘুঁটিতে খেলেও হেরে যান তিনি ৷

সাডেন ডেথ রাউন্ডে জিতে রাশিয়ান আনাস্তাসিয়া বোডনারুক ফিডে ওয়ার্ল্ড ব়্যাপিড চেজ চ্যাম্পিয়নশিপ জিতে নেন ৷ অন্যদিকে, ওপেন সেকশনে ভিদিত গুজরাতি চতুর্থস্থানে শেষ করেছেন ৷ 13 রাউন্ডে মাত্র 9 পয়েন্ট পেয়েছেন তিনি ৷

আরও পড়ুন:

  1. ইতিহাস ছুঁয়েও অধরা শিরোপা, চৌষট্টি খোপের লড়াইয়ে স্বপ্নভঙ্গ প্রজ্ঞার
  2. কার্লসেনের বিরুদ্ধে দ্বিতীয় রাউন্ডেও ড্র প্রজ্ঞানন্দের, বৃহস্পতিবার টাইব্রেকারে ফয়সালা
  3. পিছিয়ে পড়েও ফাইনালে দুরন্ত প্রত্যাবর্তন, কার্লসেনের বিরুদ্ধে প্রথম রাউন্ডে ড্র প্রজ্ঞানন্দের

ABOUT THE AUTHOR

...view details