পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বাংলার সিনিয়র দলে অঙ্কুর-শঙ্খদীপ, আট বছর পর কলকাতায় জাতীয় টেবিল টেনিস - টেবিল টেনিস চ্যাম্পিয়নশীপ

আট বছর পর কলকাতায় জাতীয় টেবিল টেনিস ৷ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Dec 14, 2023, 10:42 PM IST

কলকাতা, 14 ডিসেম্বর:আসন্ন সিনিয়র টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে বাংলার দলে রয়েছেন অঙ্কুর ভট্টাচার্য, শঙ্খদীপ দাস । শনিবার থেকে হরিয়ানার পঞ্চকুল্লায় তাও দেবীলাল স্টেডিয়ামে এবারের সিনিয়র ন্যাশনাল টেবিল টেনিস আয়োজিত হচ্ছে । বাইশ ডিসেম্বর পর্যন্ত চলবে এবারের জাতীয় চ্যাম্পিয়নশিপ। বাংলার হয়ে ছেলেদের দলে অঙ্কুর, শঙ্খদীপ ছাড়াও রয়েছেন সৌরভ সাহা, অনিকেত সেন চৌধুরী, জয়ব্রত ভট্টাচার্য। মেয়েদের দলে রয়েছেন কৌশানী নাথ, প্রিয়দর্শিনী দাস, সিন্ডেরেলা দাস, প্রাপ্তি সেন, দিতশা রায়।

সিনিয়র ন্যাশনাল টেবিল টেনিস টুর্নামেন্টের ঘোষণার দিনই বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশন ইয়ুথ এবং সাব-জুনিয়র ন্যাশনাল আয়োজনের কথা জানানো হয়েছিল । আগামী বছরের 6 থেকে 14 জানুয়ারি পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে । ইয়ুথ এবং সাব-জুনিয়র ন্যাশানালের হাত ধরে নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে ফিরছে টেবিল টেনিস । সারা দেশের তেরোশো প্যাডলার এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন । এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান বিএসটিটিএ-র যুগ্ম সচিব শর্মি সেনগুপ্ত । সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য টেবিল টেনিস সংস্থার প্রেসিডেন্ট স্বপন বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্য পদাধিকারীরা ।

আট বছর পরে কলকাতায় জাতীয় টেবিল টেনিসের আসর বসতে চলেছে । 34টি রাজ্যের তেরোশো প্যাডলাররা অনুর্ধ্ব 17 এবং অনুর্ধ্ব 19 দুই ভাগে বিভক্ত ৷ 6 ডিসেম্বর থেকে মেয়েদের খেলা দিয়ে টুর্নামেন্ট শুরু হবে । 10 তারিখ থেকে ছেলেদের খেলা শুরু হতে চলেছে । বাংলার ছেলেদের মধ্যে অঙ্কুর ভট্টাচার্য, বোধিসত্ত্ব চৌধুরী, অয়ন ঘোষ, শঙ্খদীপ দাস, পুনিত বিশ্বাসরা এই জাতীয় প্রতিযোগিতার উল্লেখযোগ্য মুখ । এছাড়াও মেয়েদের বিভাগে অঙ্কলিকা চক্রবর্তী, সন্দিকা ভট্টাচার্য, সানভি রায়, নন্দিনী সাহা উল্লেখযোগ্য । অন্যান্য রাজ্যের থেকে তামিলনাড়ুর সুরেশ রাজ পিএস, দিল্লির আদর্শ ওম ছেত্রী, অসমের প্রিয়নুজ ভট্টাচার্য খেতাবের দৌড়ে থাকবে বলে মনে করা হচ্ছে ।

জাতীয় টেবিল টেনিসের আসরে উদ্বোধনের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কেও নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে । সময়ের কারণে তিনি উপস্থিত না থাকতে পারলে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস উদ্বোধন করবেন । 7 লক্ষ টাকা পুরস্কার মূল্যের ইয়ুথ টেবিল টেনিসের জাতীয় চ্যাম্পিয়নশীপ রাজ্যের প্যাডলারদের কাছে মেলে ধরার বড় সুযোগ । প্রায় একশোর কাছাকাছি প্যাডলার অবাছাই হিসেবে জাতীয় টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগ পাবেন বলে বিএসটিটির পক্ষ থেকে জানানো হয়েছে ।

আরও পড়ুন:

  1. ভারতের প্রথম মহিলা টেস্ট আম্পায়ার হিসাবে ইতিহাস বৃন্দার
  2. ধন্যি মেয়েদের অধ্যবসায় ! প্রথমদিনেই চারশো পেরিয়ে স্বস্তিতে হরমনপ্রীতরা
  3. মেয়েদের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া দায়িত্ব তাঁদের, মত হরমনপ্রীতের

ABOUT THE AUTHOR

...view details