কলকাতা, 11 ডিসেম্বর: ব্রাজিল, নেদারল্যান্ডস ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের বিদায় কলকাতার ফুটবল জ্বরে ভিন্ন মাত্রা যোগ করেছে । এই বিষয়ে কোনও সন্দেহ নেই যে ব্রাজিল এবং আর্জেন্তিনার ফ্যানদের দাপট শহর কলকাতায় বেশি । সেইভাবেই পাড়া-মহল্লা বিশ্বকাপের আগে থেকেই সেজে উঠেছিল । উত্তর কলকাতার ফকির চক্রবর্তী লেনে চলতি বিশ্বকাপের সময় উপস্থিত হলে মনে হয় এক টুকরো কাতার উঠে এসেছে । এখানকার আকাশে অন্য দলের উপস্থিতি থাকলেও সিংহভাগ জুড়ে ছিল ব্রাজিল এবং আর্জেন্তিনার পতাকা, সঙ্গে নেইমার-মেসিদের ছবি ।
কিন্তু নেইমারদের বিদায়ে ফকির চক্রবর্তী লেনের ব্রাজিল ভক্তরা ভেঙে পড়েছেন (Kolkata Football Fans are Divided After Brazil Knock Out)। "আমরা সেমিফাইনালে ব্রাজিল- আর্জেন্তিনা ম্যাচ ধরে নিয়ে পরিকল্পনা সাজিয়েছিলাম। জায়ান্ট স্ক্রিনে খেলা দেখানোরও পরিকল্পনা ছিল । ব্রাজিল সমর্থকরা নেইমার রিচির্লসনের বড় কাট-আউট তৈরি করিয়েছিল । এখন সব জলে । মেনে নিতে কষ্ট হচ্ছে জানেন ৷" বলছিলেন দিশারী ক্লাবের সদস্য সৌমেন বোরা ।
আরও পড়ুন :সোশাল মিডিয়া পোস্টে অবসর জল্পনা ওড়ালেন নেইমার
কসবা পুলিশ স্টেশনের পাশের গলিতে ঘুগনি বিক্রি করেন সুকুমার হালদার । ব্রাজিলের সমর্থক তিনি । ব্রাজিলের খেলার দিন দু'প্লেট ঘুগনি কিনলে এক প্লেট ঘুগনি ফ্রিতে দেওয়ার অভিনব অফার দেন । এখন তাঁর কাছে সবকিছুই অবান্তর । শুধু সাধারণ ফুটবল ভক্তরাই নন, চলতি বিশ্বকাপে ব্রাজিল বিদায়ের ধাক্কা বাংলার ক্রীড়া প্রশাসকদের মধ্যেও । সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্রাক্তন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নিজে ব্রাজিলের ফ্যান । 2002 সাল থেকে নিয়মিত বিশ্বকাপ দেখতে যান । এবারও গিয়েছেন । তবে ব্রাজিলের হারে মুষড়ে পড়েছেন ৷ মুষড়ে পড়লেও ফুটবলের টানে ফুটবলের সর্বোচ্চ মানের পারফরম্যান্স উপভোগ করতে খেলায় চোখ রাখবেন তিনিও ।