পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Durand Cup Kolkata Derby: ডার্বির সাম্প্রতিক পরিসংখ্যানে এগিয়ে মোহনবাগান, শহরে পৌঁছলেন ক্লেইটন সিলভা - Juan Fernando

Durand Cup 2023: আজ বিকেল ডুরান্ড কাপের কলকাতা ডার্বি ৷ মরশুমের প্রথম মোহনবাগান সুপার জায়ান্ট বনাম ইস্টবেঙ্গল ম্যাচ ৷ যে ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে ৷ প্রাক্তনীরা বলছেন স্নায়ুর যুদ্ধ ৷ মাঠের ভিতরের পাশাপাশি, মাঠের বাইরের চাপ সামলাতে পারলেই আসবে সাফল্য ৷

Durand Cup Kolkata Derby ETV BHARAT
Durand Cup Kolkata Derby

By

Published : Aug 12, 2023, 1:01 PM IST

Updated : Aug 12, 2023, 2:35 PM IST

কলকাতা, 12 অগস্ট: ডুরান্ড কাপে কলকাতা ডার্বির দিন সকালে শহরে পৌঁছলেন ইস্টবেঙ্গলের ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্লেইটন সিলভা ৷ সপরিবারে শনিবার সকালে কলকাতা বিমানবন্দরে নামলেন তিনি ৷ তবে, এই মুহূর্তে দুই প্রধানের নজরে ডুরান্ড কাপে দুই প্রধানের একুশতম ডার্বি ৷ এর আগে মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল মোট 20বার ডুরান্ডের ডার্বিতে মুখোমুখি হয়েছে ৷ ইস্টবেঙ্গল জিতেছে আটবার ৷ মোহনবাগান সাতবার ও ড্র হয়েছে পাঁচবার ৷ 2020 সালের 19 জানুয়ারির পরে মোহনবাগান এখনও পর্যন্ত কলকাতা লিগ, আইএসএল ও ডুরান্ড মিলিয়ে 8 বার ডার্বি জিতেছে ৷

পরিসংখ্যানের পাশাপাশি খাতায় কলমে মোহনবাগান সুপার জায়ান্ট অনেক বেশি শক্তিশালী দল, তা মেনে নিচ্ছে সকলেই ৷ শুক্রবার রাজারহাট নিউটাউনে এআইএফএফ এক্সিলেন্সের মাঠে প্র্যাকটিস করেছে ইস্টবেঙ্গল ৷ ডুরান্ড কমিটি গাড়ি পাঠাতে দেরি করায় ইস্টবেঙ্গল ফুটবলাররা ব্যক্তিগত উদ্যোগে মাঠে পৌঁছন ৷ সিভেরিও, ক্রেসপো, বোরহা, জর্ডন এলসে মাঠে পৌঁছন টোটোয় করে ৷ বাকিরা পৌঁছন গাড়িতে ৷ আয়োজক কমিটির এই অব্যবস্থা নিয়ে চিন্তা করার চেয়ে, কার্লস কুয়াদ্রাত চিন্তিত তাঁর দলের সাফল্য নিয়ে ৷ 4-5-1 ছকে দল সাজাচ্ছেন তিনি ৷ অন্তত প্র্যাকটিসে তারই ইঙ্গিত পাওয়া গিয়েছে ৷ রক্ষণকে মজবুত করে আক্রমণে যেতে চান তিনি ৷

টোটোয় করে অনুশীলনে ইস্টবেঙ্গলের সিভেরিও, ক্রেসপো, বোরহারা ৷

মূলত উইং ধরে আক্রমণ করে মোহনবাগান রক্ষণ ভাঙার ছক কষছেন ইস্টবেঙ্গল কোচ ৷ দলের সকলে 90 মিনিট খেলার মতো ফিট নন ৷ এই অবস্থায় অন্তত ছয় জনকে একাদশে চাইছেন, যাঁরা 90 মিনিট খেলার জায়গায় থাকবেন ৷ ইস্টবেঙ্গলের ভারতীয় ব্রিগেডের বেশিরভাগ ফুটবলার চার সপ্তাহ ধরে অনুশীলন করছেন ৷ বিদেশিরা সপ্তাহ দু’য়েক নেমেছেন ৷ ফলে প্রিসিজন কন্ডিশনিংয়ে ফুটবলারদের ফিটনেস বড় নির্ণায়ক হতে চলেছে ৷

আরও পড়ুন:মাঠের বাইরে বাকযুদ্ধে দু'প্রধানের কর্তারা, মরশুমের প্রথম বড় ম্যাচ ঘিরে উত্তপ্ত ময়দান

মোহনবাগান সুপার জায়ান্ট কোচ জুয়ান ফেরান্দো প্রাধান্যের তালিকায় এএফসি কাপের ম্যাচকে এগিয়ে রাখছেন ৷ ডার্বি জয় গুরুত্ব পেলেও আর্ন্তজাতিক মঞ্চে নিজেদের মেলে ধরাকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন ৷ ডার্বির আগে আরেকটু সময় পেলে যে ভালো হত বলে মনে করছেন তিনি ৷ মোহনবাগান ড্রেসিংরুমে একাধিক বিকল্প ফেরান্দোর একাদশ বাছার কাজকে ‘হ্যাপি প্রবলেমে’ পরিণত করেছে ৷ দুই উইং দিয়ে লিস্টন কোলাসো এবং মনবীর পরিচিত ছন্দে দৌড়াচ্ছেন ৷

আরও পড়ুন:পিছিয়ে থাকলেও ছেলেদের হার না-মানা মনোভাবই ডার্বিতে সম্বল, জানালেন কুয়াদ্রাত

এছাড়াও রয়েছেন অনিরুদ্ধ থাপা, সাহাল আব্দুল সামাদের মতো ফুটবলার ৷ বিদেশিদের তালিকায় হুগো বুমোস, ব্র্যান্ডন হামিল, দিমিত্রি পেত্রাতোস, কামিন্স, সাদিকুরা রয়েছেন ৷ মেরিনার্স কোচ জানিয়েছেন দল পুরো ফিট নয় ৷ প্রত্যেকেই 50 থেকে 60 মিনিট খেলার জায়গায় রয়েছেন ৷ ফলে ডার্বির সাম্প্রতিক সাফল্যের ইতিহাস নয় ৷ বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে জয়ের অংক সাজাতে চান তিনি ৷ সব মিলিয়ে জমজমাট ডুরান্ডের কলকাতা ডার্বি ৷

আরও পড়ুন:ডুরান্ডের কলকাতা ডার্বিতে নিরাপত্তার কড়াকড়ি, রয়েছে একাধিক বিধিনিষেধ

তবে, ইস্টবেঙ্গল ও মোহনবাগানের প্রাক্তনীরা বলছেন অন্য কথা ৷ ইস্টবেঙ্গলের প্রাক্তন অধিনায়ক বিকাশ পাঞ্জি বলেন, “শক্তি নয় ৷ এই ম্যাচ ফুটবলারদের স্নায়ুর লড়াই ৷ নির্দিষ্ট দিনে যে দলের ফুটবলারা স্নায়ু ধরে রাখতে পারবেন ৷ সেই দল জয়ী হবে ৷ 1988 সালে আমার নেতৃত্বে ইস্টবেঙ্গল এমনই একটা ডার্বি জিতেছিল ৷’’

আরও পড়ুন:পরিসংখ্যানকে আমল দিতে নারাজ ফেরান্দো সমীহ করছেন ইস্টবেঙ্গলকে

বিকাশ পাঞ্জির বক্তব্যকে সমর্থন করেন রহিম নবি ৷ তিনি বলেন, “টানেল থেকে উঠে ওই মাঠ ভর্তি দর্শকের চিৎকারে আপনি যদি কেঁপে গেলেন তাহলে হয়ে গেল। যদি উপেক্ষা করে পারফরম্যান্স করতে পারেন তাহলে আপনি নায়ক ৷” ডার্বি মানেই ময়দান জুড়ে নানান গল্প ৷ কোন দল কোন ছকে খেলবে, তার আপন বিশ্লেষণ ৷ প্রত্যেকেই যেন ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের কোচের হট সিটে ৷ মরশুমের প্রথম ডার্বি ৷ খাতায় কলমে মোহনবাগানের ভার বেশি মানছেন সকলে ৷ বিগত 4-5 বছরের ইতিহাস ভুলে সম্মান ফেরানোর খোঁজে কার্লস কুয়াদ্রাত ৷ অন্যদিকে, ডার্বি জয়ের রেকর্ড বজায় রাখার লড়াইয়ে জুয়ান ফেরান্দো ৷ মোটের উপর জমজমাট কলকাতা ডার্বির আবহ ৷

Last Updated : Aug 12, 2023, 2:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details