নয়াদিল্লি, 23 জুন : প্রকাশ পেল ভারতের টোকিও অলিম্পিক্সে 2020-র ভারতের থিম সং ‘তু থান লে’ ৷ থিম সং প্রকাশ করলেন ক্রীড়া মন্ত্রী কিরণ রিজিজু ৷ বুধবার এই থিম সং প্রকাশ করা হয় ৷ উপস্থিত ছিলেন ভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের সভাপতি নারিন্দর বাতরা, সাধারণ সম্পাদক রাজীব মেহতা ৷ গানটি গেয়েছেন গায়ক মোহিত চৌহান ৷
আশা করা যায় ভারতের প্রায় 100 জন অ্যাথলিট টোকিও অলিম্পিক্সে অংশ নেবেন ৷ কোভিড 19 প্যানডেমিকের কারণে 2020 সালের অলিম্পিক্স স্থগিত হয়ে যায় ৷ আগামী 23 জুন থেকে টোকিওতে অলিম্পিক্স শুরু হওয়ার কথা ৷ থিম সং প্রকাশ অনুষ্ঠানে হাজির ছিলেন গানের গায়ক মোহিত চৌহানও ৷