পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Sep 2, 2022, 8:29 PM IST

ETV Bharat / sports

Political Influence in AIFF Elections: রিজিজুর ‘প্রভাব’ এআইএফএফ নির্বাচনে, অভিযোগ মানবেন্দ্র সিংয়ের

এআইএফএফ নির্বাচনে কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজুর বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ (Kiren Rijiju Influenced Outcome of AIFF Elections) আনলেন রাজস্থান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মানবেন্দ্র সিং (Manvendra Singh) ৷ অভিযোগ করলেন নির্বাচনের আগের রাতে স্টেক হোল্ডারদের হোটেলে গিয়ে সকলকে বাইচুংয়ের বিরুদ্ধে ভোট দিতে নির্দেশ দিয়েছিলেন রিজিজু ৷

Kiren Rijiju Influenced Outcome of AIFF Elections Alleges Manvendra Singh
Kiren Rijiju Influenced Outcome of AIFF Elections Alleges Manvendra Singh

নয়াদিল্লি, 2 সপ্টেম্বর: এআইএফএফ নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগ (Political Influence in AIFF Elections) আনলেন রাজস্থান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি তথা কংগ্রেস নেতা মানবেন্দ্র সিং (Manvendra Singh) ৷ তাও আবার প্রাক্তন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী তথা বর্তমান আইনমন্ত্রী কিরেণ রিজিজুর বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন ৷ মানবেন্দ্র সিং অভিযোগ করেছেন, কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজুর ‘প্রভাবে’র ফল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের নির্বাচন (Kiren Rijiju Influenced Outcome of AIFF Elections) ৷

এ দিন এআইএফএফ এর সভাপতি নির্বাচনে 33-1 ভোটে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা তথা উত্তর কলকাতা সাংগঠনিক জেলার সভাপতি কল্যাণ চৌবের (Kalyan Chaubey) কাছে হেরেছেন বাইচুং ভুটিয়া (Baichung Bhutia) ৷ প্রসঙ্গত, দু’জনেই ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার এবং তাঁরা একই সঙ্গে ইস্টবেঙ্গলের হয়ে বহু ম্যাচ খেলেছেন ৷ তবে, এই ফলাফলকে ভারতীয় ফুটবলের জন্য দুঃখের দিন বলে দাবি করেছেন রাজস্থান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মানবেন্দ্র সিং ৷

সিং দাবি করেছেন, ‘‘কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু নির্বাচনের আগে রাজ্য অ্যাসোসিয়েশনের সদস্যদের হোটেলে গিয়ে ভুটিয়ার বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য ‘আদেশ’ দিয়েছেন ৷’’ মানবেন্দ্র সিংয়ের দাবি, রিজিজু রাতে অ্যাসোসিয়েট সদস্যদের হোটেলে গিয়েছিলেন ৷ এমনকি ভোট চলাকালীনও লাগাতার হস্তক্ষেপ করে গিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ৷

প্রসঙ্গত, মানবেন্দ্র সিং 29-5 ভোটে সহ-সভাপতি নির্বাচনে কর্নাটক ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি এনএ হ্যারিসের কাছে হেরেছেন ৷ এন এ হ্যারিস কর্নাটক থেকে লোকসভার কংগ্রেস সাংসদ ৷ তবে, নিজের হার নিয়ে তিনি কোনও মন্তব্য করেননি ৷ তবে, সভাপতি নির্বাচনে কিরেণ রিজিজুর বিরুদ্ধে লাগাতার প্রভাব খাটানোর অভিযোগ করে গিয়েছেন ৷

আরও পড়ুন:বাইচুং ভুটিয়াকে হারিয়ে এআইএফএফ সভাপতি হলেন কল্যাণ চৌবে

আর এক্ষেত্রে কল্যাণ চৌবের জয়কে ফর্মুলা ওয়ান রেসে অ্যাম্বাসাডর চালানোর সঙ্গে তুলনা করেছেন রাজস্থান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ৷ বলেন, ‘‘ভোট পাব জেনেই আমরা বাইচুং ভুটিয়াকে প্রতিদ্বন্দ্বী হিসাবে নির্বাচনে দাঁড় করিয়েছিলাম ৷ যখন আপনার কাছে অ্যাসোসিয়েশনের বাইরে থেকে সভাপতি বাছার বিকল্প রয়েছে,তখন আপনার সেরা বাছাইয়ে যাওয়া উচিত ৷ আমি অ্যাম্বাসাডর নিয়ে ফর্মুলা ওয়ান রেসে নামতে চাইব না, যেখানে আমার কাছে ফেরারি আছে ৷’’

এই হস্তক্ষেপ মেনে নেওয়া যায় না বলে জানিয়েছেন মানবেন্দ্র সিং ৷ পাশাপাশি, কল্যাণ চৌবের এআইএফএফ এর সভাপতি নির্বাচিত হওয়া ভারতীয় ফুটবলের জন্য ক্ষতিকর বলে দাবি করেছেন তিনি ৷ যদিও, মানবেন্দ্রর সব অভিযোগ অস্বীকার করেছেন নবনির্বাচিত এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে ৷

ABOUT THE AUTHOR

...view details