পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

প্রয়াত কোচ পুরুষোত্তম রাইয়ের মৃত্যুতে শোকবার্তা ক্রীড়ামন্ত্রীর - অ্যাথলেটিক্স কোচ পুরুষোত্তম রাই

কোরোনা ভাইরাস প্যানডেমিকের কারণে চলতি বছরে স্পোর্টস ডের পুরস্কার বিতরণী অনুষ্ঠান ভার্চুয়ালি হয়েছে ৷ তাই ভার্চুয়ালি পুরস্কার নেওয়ার জন্য ড্রেস রিহার্সালে যোগ দেন পুরুষোত্তমবাবু ৷ কিন্তু শুক্রবার 79 বছর বয়সে প্রয়াত হন এই কোচ ৷

পুরুষোত্তম রাই
পুরুষোত্তম রাই

By

Published : Aug 29, 2020, 6:42 PM IST

দিল্লি, 29 অগাস্ট : হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অ্যাথলেটিক্স কোচ পুরুষোত্তম রাইকে শেষ শ্রদ্ধা জানালেন ক্রীড়ামন্ত্রী কিরণ রিজিজু ৷ আজ জাতীয় ক্রীড়া দিবসে দ্রোণাচার্য পুরস্কার নেওয়ার কথা ছিল পুরুষোত্তমবাবুর ৷ কিন্তু শুক্রবার রাত্রে হৃদরোগে আক্রান্ত হন তিনি ৷ রাতেই মৃত্যু হয় এই অ্যাথলেটিক্স কোচের ৷

কোরোনা ভাইরাস প্যানডেমিকের কারণে চলতি বছরে স্পোর্টস ডের পুরস্কার বিতরণী অনুষ্ঠান ভার্চুয়ালি হয়েছে ৷ তাই ভার্চুয়ালি পুরস্কার নেওয়ার জন্য ড্রেস রিহার্সালে যোগ দেন পুরুষোত্তমবাবু ৷ কিন্তু শুক্রবার 79 বছর বয়সে প্রয়াত হন এই কোচ ৷

আজ টুইটে ক্রীড়ামন্ত্রী কিরণ রিজিজু লেখেন, ‘‘ শুক্রবার প্রবাদ প্রতিম অ্যাথলেটিক্স কোচ শ্রী পুরুষোত্তম রাইয়ের মৃত্যু হয়েছে ৷ শ্রী রাই আজ দ্রোণাচার্য পুরস্কার নেওয়ার কথা ছিল ৷ তাঁর অবদান সবসময়ে আমাদের স্মৃতিতে থাকবে ৷’’

1974 সালে নেতাজি ইনস্টিটিউট অফ স্পোর্টস থেকে ডিপ্লোমা করার পর কোচিং কেরিয়ার শুরু করেন রাই ৷ দেশের প্রথম সারির অ্যাথলিটদের প্রশিক্ষণ দিয়েছেন ৷ তাদের মধ্যে আছেন অলিম্পিয়ান বন্দনা রাও, প্রমিলা আইপ্পা, অশ্বিনী নাচপ্পা, মুরুলী কুত্তান, এম কে আশা সহ প্রমুখরা ৷ 1987 সালের বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ, 1988 সালের এশিয়ান ট্রাক অ্যান্ড ফিল্ড চ্যাম্পিয়নশিপ এবং 1999 সালে সাউদ এশিয়ান গেমসে ভারতীয় দলের কোচের দায়িত্বে ছিলেন পুরুষোত্তম রাই ৷

ABOUT THE AUTHOR

...view details