কলকাতা, 8 মে : স্বীকৃতি মিললেও আসন্ন মরশুমে কলকাতা লিগে খেলা হচ্ছে না মন্ত্রী সুজিত বসু , বিধায়ক মদন মিত্রের ক্লাবের ৷ তবে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব কিন্তু নির্ণায়ক সব মানদন্ড পেরিয়ে অংশ নিচ্ছে কলকাতা ফুটবল লিগের প্রথম ডিভিশনে । ইতিমধ্যেই আইএফএ-এর থেকে প্রয়োজনীয় অনুমতি মিলেছে ৷ ফলে দলগঠনে তোড়জোড় শুরু ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের । শুরুতে চমকও তৈরি রেখেছে তারা ৷ কারণ অভিষেকে অভিষেকের ক্লাবের দায়িত্ব নিচ্ছেন স্প্যানিশ কোচ কিবু ভিকুনা (Kibu Vicuna is all set to take charges of DHFC) ৷ 15 মে শহরে চলে আসছেন আই লিগ জয়ী বাগানের প্রাক্তন কোচ ৷
বিধাননগর পৌর ময়দানে স্প্যানিশ কোচের অধীনে অনুশীলন করবে ডিএইচ এফসি ৷ ময়দানের বেশকিছু প্রতিশ্রুতিমান ফুটবলারকে দলে নিচ্ছে শুরু করেছে তারা । প্রথম ডিভিশনে যেহেতু বিদেশি ফুটবলার খেলানোর নিয়ম নেই, তাই ভরসা স্থানীয়রাই ৷ প্রথম বছরেই চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়র ডিভিশনে জায়গা করে নিতে মরিয়া ডিএইচ এফসি ৷ যদিও ধাপে-ধাপে এগোতে চায় তারা ৷ তবে কিবু ভিকুনাকে টেকনিক্যাল ডিরেক্টর পদে বসানো নিয়েও আলোচনা চলছে ৷ সেক্ষেত্রে কোচের পদে বসবেন কৃষ্ণেন্দু রায় । কিবু ভিকুনাকে ফুটবলারদের তালিকা দেখিয়ে দলগঠন সম্পূর্ণ করা হবে বলে জানানো হয়েছে ম্যানেজমেন্টের তরফে ৷