পানাজি, 16 জানুয়ারি : করোনার থাবায় ফের আইএসএলে ম্যাচ স্থগিত । রবিবারের কেরালা ব্লাস্টার্স বনাম মুম্বই সিটি এফসি ম্যাচ স্থগিত রাখার কথা ঘোষণা করল আইএসএল (Kerala Blasters vs mumbai city match postponed due to covid scare) । এর আগে এটিকে মোহনবাগান বনাম ওড়িশা এফসি এবং এটিকে মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি ম্যাচ কোভিড হানায় স্থগিত হয়েছে । আইএসএলের তরফে পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে । বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা চালাচ্ছেন আইএসএল কর্তারা । জৈব বলয়ের বিধিনিষেধ আরও কড়া হয়েছে ।
তবে এত কিছু সত্ত্বেও প্রতিটি দলেই ফুটবলারদের কোভিড আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়ছে । এটিকে মোহনবাগানের ছয়, এসসি ইস্টবেঙ্গলের চার, বেঙ্গালুরু এফসির চারজন করোনায় আক্রান্ত হয়েছেন ৷ এছাড়াও এফসি গোয়া, কেরালা ব্লাস্টার্স, ওড়িশা এফসিতে প্রতিদিনই কোভিড আক্রান্ত ফুটবলারের সংখ্যা বাড়ছে । এদের সঙ্গে দলের সাপোর্ট স্টাফদের আক্রান্ত হওয়ার খবর আসছে । ফলে একাদশ গড়তে কোচেরা সমস্যায় পড়ছেন । পরিস্থিতি কঠিন হলেও আইএসএল আগামী সাতদিন বা পনেরো দিন স্থগিত রাখার ব্যাপারে কোনও সিদ্ধান্ত হয়নি ।