পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Karim Benzema: সেক্সটেপ কাণ্ড থেকে গ্রহের সেরা ফুটবলার, বেঞ্জেমার উত্থান হার মানায় রূপকথাকেও - Karim Benzema

যাত্রাপথ খুব একটা মসৃণ ছিল না । কিন্তু সুযোগ পেয়েই জাত চিনিয়েছিলেন করিম মোস্তাফা বেঞ্জেমা (Karim Benzema) । বর্তমানে দ্য ব্লু'সদের টপ স্কোরারদের লিস্টে পাঁচ নম্বরে রয়েছেন বেঞ্জেমা । তাঁর জাদুতে গত মরশুমে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা গিয়েছে ক্যাম্প ন্যু'তে । স্বপ্নের মরশুম কাটিয়েছেন ফরাসি তারকা । এদিন তারই পুরস্কার মিলল (Benzema wins Ballon d'or) ।

Etv Bharat
Karim Benzema

By

Published : Oct 18, 2022, 12:51 PM IST

প্যারিস, 18 অক্টোবর: নভেম্বর, 2015 । সেক্সটেপ কাণ্ডে উত্তাল হয়ে উঠেছিল ফুটবল বিশ্ব । ফরাসি ফুটবলার ম্যাথিউ ভালবুয়েনার অভিযোগে প্রায় কেরিয়ারটাই শেষ হতে বসেছিল বেঞ্জেমার (Karim Benzema) । ঘটনায় নাম জড়িয়েছিল আরেক ফরাসি তারকা ফ্র্যাঙ্ক রিবেরিরও । ভালবুয়েনার অভিযোগ ছিল, ছোটবেলার বন্ধু করিম জেনাতির অ্যাকাউন্টে কয়েক হাজার ইউরো পাঠাতে বলেন বেঞ্জেমা । নচেৎ তাঁর (ভালবুয়েনা) ও তাঁর বান্ধবীর একটি সেক্সটেপ ইন্টারনেটে ফাঁস করে দেবেন । বেঞ্জেমা সমস্ত অভিযোগ অস্বীকার করেন । ভালবুয়েনাও পরে বলেন, রিয়াল তারকা সরাসরি টাকার কথা না-বললেও বন্ধুর সঙ্গে কথা বলতে বলেছিলেন ।

এই অভিযোগ ওঠার পরেই পত্রপাঠ দুই খেলোয়াড়কে জাতীয় দল থেকে বের করে দেন কোচ দিদিয়ের দেঁশ । দুই সতীর্থের ঝামেলা টিমে প্রভাব ফেলুক, তা চাননি ফ্রান্সের বিশ্বকাপজয়ী অধিনায়ক । ওই সিদ্ধান্তে ভালবুয়েনার কেরিয়ারে বিরাট কোনও প্রভাব না-পড়লেও প্রায় শেষ হয়ে যেতে বসেছিল বেঞ্জেমার স্বপ্ন । 2007 সালে দেশের জার্সিতে অভিষেক হয় বেঞ্জেমার । প্রথম দিকে সিনিয়র দলে যাত্রাপথ খুব একটা মসৃণ ছিল না । চোট-আঘাতের পাশাপাশি মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল বিভিন্ন বিতর্কও । 2010 দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের স্কোয়াডে তাঁকে রাখেননি তৎকালীন কোচ রেমন্ড ডমিনিক । যা নিয়েও বিস্তর জলঘোলা হয়েছিল ।

সমস্তকিছু পেরিয়ে 2014 বিশ্বকাপে সুযোগ এসেছিল । প্রথম ম্যাচেই জাত চিনিয়েছিলেন করিম মোস্তাফা বেঞ্জেমা । অপেক্ষাকৃত ছোট দল হলেও হন্ডুরাসের বিরুদ্ধে জোড়া গোল করে শিরোনামে এসেছিলেন তিনি । প্রথম ম্যাচেই এসেছিল ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও । সুইজারল্যান্ডকে 5-2 গোলের বিরাট ব্যবধানে হারিয়েছিল ফ্রান্স । ওই ম্যাচেও জালে বল জড়িয়েছিলেন বেঞ্জেমা । যদিও রাউন্ড অফ 16-এর ধাপ পেরোলেও শেষ পর্যন্ত শেষ আটে জার্মানির কাছে হেরে বিদায় নেয় ফ্রান্স । বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর যখন পরের বিশ্বকাপে সেরাটা দিকে বদ্ধপরিকর ফ্রান্সের ফুটবল জাদুকর, তখনই ছন্দপতন ।

2018 বিশ্বকাপ স্কোয়াডে জায়গা তো জায়গা মেলেইনি, জাতীয় দলের জার্সিটাও গায়ে ওঠেনি পাঁচ বছর । ইউরো 2016, বিশ্বকাপ 2018 স্কোয়াডে জায়গা না-পেয়ে একসময় দেশও ছাড়তে চেয়েছিলেন তিনি । লে গ্রা'কে দেওয়া একটি সাক্ষাৎকারে সরাসরি হতাশা প্রকাশ করে বেঞ্জেমা জানিয়েছিলেন, "বিশ্ব ফুটবলকে অনেককিছু দেওয়ার রয়েছে । তাঁকে স্কোয়াডে সামিল না-করা হলে অন্তত রিলিজ করে দেওয়া হোক । যাতে আন্তর্জাতিক স্তরে খেলার সুযোগটুকু পান ।"

তাঁকে রিলিজ করেনি ফ্রান্স । 18 মে, 2021, ইউরো 2020 দল ঘোষণা করে ফ্রান্স । বেঞ্জেমাকে ছেঁটে ফেলা দিদিয়ের দেঁশই তাঁকে টিমে ফেরান । প্রস্ততি ম্যাচে ওয়েলসের বিরুদ্ধে পেনাল্টি মিস করলেও পরের ম্যাচ থেকেই ছন্দে ফেরেন রিয়াল তারকা । পর্তুগাল, সুইজারল্যান্ডের বিরুদ্ধে অসাধারণ গোল করে শেষ পর্যন্ত ব্রোঞ্জ বুট জিতে নেন তিনি । উয়েফা নেশনস লিগের সেমিতে বেলজিয়ামের বিরুদ্ধে বল জালে জড়িয়ে করে দেশের জার্সিতে গোলের নিরিখে টপকে যান জিদানকে । নভেম্বরে কাজাখাস্তানকে 8 গোলের মালা পড়িয়ে কাতারের বিমান নিশ্চিত করে ফ্রান্স । গোল করেন বেঞ্জেমা, টপকে যান ডেভিড ট্রেজেগুয়াকে । বর্তমানে দ্য ব্লু'সদের টপ স্কোরারদের লিস্টে পাঁচ নম্বরে রয়েছেন বেঞ্জেমা ।

আরও পড়ুন: বেঞ্জেমাই 'বেস্ট', ব্যালনের তাজ উঠল ফরাসি জাদুকরের মাথায়

বেঞ্জেমার জাদুতে গত মরশুমে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা গিয়েছে ক্যাম্প ন্যু'তে । স্বপ্নের মরশুম কাটিয়েছেন ফরাসি তারকা । রিয়াল মাদ্রিদের হয়ে মোট 46 ম্যাচে 44 গোল করেছেন তিনি । যার মধ্যে 15টি চ্যাম্পিয়ন্স লিগ গোল । চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এ প্যারিস সাঁ জা'র বিরুদ্ধে 17 মিনিটের হ্যাটট্রিকে জয় পেয়েছিল সাদা জার্সিধারীরা । কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে চেলসির বিরুদ্ধে হ্যাটট্রিক শুধু নয়, গোল পেয়েছিলেন ফিরতি ম্যাচেও । ম্যানচেস্টার সিটির বিপক্ষে সেমিফাইনালে দু'লেগ মিলিয়ে মোট 3 বার জালে বল জড়িয়েছিলেন । এদিন তারই পুরস্কার মিলল ।

1998 সালে ব্যালনের মঞ্চে দাঁড়িয়ে শ্রেষ্ঠত্বের পুরস্কার নিয়েছিলেন এক ফরাসি জাদুকর (Ballon d'Or) । জিনেদিন ইয়েদিন জিদানের পর এদিন ফের বিশ্বমঞ্চে উজ্জ্বল আরেক ফরাসি ফুটবল তারকা (French Footballer Karim Benzema) । জিজুর ওই পুরস্কার পাওয়ার 24 বছর পর ব্যালন ডি'অর গেল ফ্রান্সে । 2021-22 মরশুমে দুরন্ত ফুটবলে শ্রেষ্ঠত্বের তাজ উঠল করিম বেঞ্জেমার মাথায় (Benzema wins Ballon d’Or) ।

ABOUT THE AUTHOR

...view details