মাদ্রিদ, 19 ডিসেম্বর:বিশ্বকাপ স্কোয়াডে থাকলেও চোটের কারণে খেলতে পারেননি একটি ম্যাচও ৷ ফাইনালের আগে সুস্থ হয়ে উঠলেও হেড কোচ তাঁকে নিয়ে বাড়তি আগ্রহ দেখাননি ৷ তিনি ফাইনালের একাদশে থাকলে খেলা অন্যরকম হত কি না জানা নেই, তবে দল হারতেই পরদিন আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা (Karim Benzema) ৷ খানিক অভিমানেই হয়তো পঁয়ত্রিশে দেশের জার্সি তুলে রাখলেন চলতি বছরের ব্যালন ডি'অর বিজেতা (Karim Benzema retires from international football) ৷
এদিন মাইক্রোব্লগিং সাইট টুইটারে অবসর ঘোষণা করলেন রিয়াল মাদ্রিদ তারকা ৷ বেনজেমা লিখলেন, "আমি চেষ্টা করেছি, ভুলও করেছি ৷ যার পরিণতি হিসেবে আজ আমি এখানে দাঁড়িয়ে ৷ আর আমি সে জন্য গর্বিত ৷ আমার গল্পটা আমিই লিখেছি আর শেষটাও আমিই করলাম ৷"
সতীর্থ ভালবুয়েনাকে ব্ল্যাকমেইল করে 2015 জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন জিদানের দেশের স্ট্রাইকার ৷ তবে ক্লাবের জার্সি গায়ে দেশের হয়ে ফেরার লড়াইটা তাঁর চলছিলই ৷ লস ব্ল্যাঙ্কোসের হয়ে তাঁর ঈর্ষনীয় পারফরম্যান্স দেখে গত ইউরোর আগে তাঁকে স্কোয়াডে ডেকে নেন দিদিয়ের দেশঁ ৷ তখন শৃঙ্খলাভঙ্গের অভিযোগও অনেকটাই ফিকে ৷ ফ্রান্স ইউরোর লাস্ট ল্যাপে পৌঁছতে না-পারলেও প্রত্যাবর্তনে নিজেকে প্রমাণ করেছেন বেনজেমা ৷